৭৩তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হল। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে এবার হচ্ছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এদিন রাজ্য তথা দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মমতা। এদিন সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা লেখেন, “আসুন আমরা আরও একবার সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার শপথ নিই। বিশেষ করে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার উপর। তিনি আরও লেখেন, আসুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই বিচার ব্যবস্থার আদর্শ, স্বাধীনতা, ভারসাম্যকে মজবুত করার।”
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার চলবে না বাংলার ট্যাবলো। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সেই বিশেষ ট্যাবলোকে বাতিল করেছে কেন্দ্র। তা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত তুঙ্গে কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। তবে রেড রোডে নেতাজির বিশেষ ট্যাবলো এদিন প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এদিন দেশের স্বাধীনতা সংগ্রামী, জওয়ান, বীর সেনা যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাঁদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী।