Advertisment

আরজি কর হাসপাতালে মহিলা চিকিত্্সকের অস্বাভাবিক মৃত্যু

আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তার আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আরজি কর মেডিক্যাল কলেজের ৯ তলা থেকে মারণঝাঁপ এক মহিলা চিকিত্্সকের। হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১.১৫ নাগাদ ক্যাজুয়ালটি ব্লক থেকে তাঁকে ঝাঁপ দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা, বলে দাবি। মৃতের বয়স ২৫। আর জি কর মেডিক্যাল কলেজের পিজিটির ছাত্রী।

Advertisment

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে ফিভার ক্লিনিকে ডিউটি করছিলেন। এরপর, তার সঙ্গে কী হয়েছে তা বলতে পারেননি কেউ। তবে হাসপাতালের বেশ কিছু আধিকারিকের দাবি, কয়েকদিন ধরে মানসিক অবস্থা ভালো ছিল না তাঁর। তার পরিবারকে সে কথা জানান হয়েছিল।

শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ডিউটি করতেন তিনি। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। ওই মহিলা চিকিত্্সক আত্মহত্যা করেছেন নাকি মৃত্যুর অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ফিভার ক্লিনিকের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisment