কলকাতার ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ। 'গ্যাঙ্গেজ রিভার হেরিটেজ ক্রুজ' পরিষেবা শুরু করছে পরিবহন দফতর। সুসজ্জিত ক্রুজে করে শহরের প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। খবচ প্রায় প্রত্যেকেরই সাদ্যের মধ্যে। মাত্র ৩৯ টাকা। ১লা অক্টোবর থেকে চালু হবে এই পরিষেবা। সপ্তাহে ৭ দিনই হবে ক্রুজে গঙ্গা ভ্রমণ।
পরিবহণ দফতরের তরফে খবর, প্রতিদিন এই লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। যাত্রাপথে দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। পরতে পরতে কলকাতার ইতিহাসকে স্পর্শের হাতছানি।
সোম থেকে শুক্রবার দিনে দুবার-বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টা এবং শনি ও রবিবার ছুটির দিনে চারবার- দুপুর ১২টা, দুপুর ২টো, বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টা হবে লঞ্চযাত্রা। গোটা যাত্রাপথ হবে দেড় ঘণ্টার। গোটা যাত্রাপথেই লঞ্চে মৃদু স্বরে বাজবে রবীন্দ্র সঙ্গীত। থাকবে ক্যাফেটেরিয়া। প্রয়োজনে সেখান থেকেও খাবার কিনে খাওয়া যাবে। শারদীয়ার আবহে মহনগরের ঐতিহ্য ও ইতিহাসে ডুব দেওয়ার এ যেন এক সুবর্ণ সুযোগ।
'অন্যসব দেশে হেরিটেজ ক্রুজ পরিষেবা চালু রয়েছে। এবার কলকাতাতেও তা চালু হবে। আশা করা যায় এই উদ্যোগ শহরের কমবয়সীদের কাছে জনপ্রিয় হবে।' জানিয়েছেন, পরিবহণ দফতরের এমডি রজণভীর সিং কাপুর।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন