/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/accident-759.jpg)
দুর্ঘটনা রুখতে গিয়ে মার খাচ্ছে পুলিশ
সোমবারের পর মঙ্গলবার- পরপর দু'দিন রাতের কলকাতায় বেপরোয়া বাইকের দাপট রুখতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা।
সোমবারের ঘটনাটি ঘটেছিল পার্ক সার্কাস এলাকায়। বেপরোয়া গতিতে আসা বাইক থামাতে গিয়ে বেধড়ক মার খেয়েছিলেন ৫ পুলিশকর্মী। মঙ্গলবার কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল টালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। চারু মার্কেট থানার সামনে কর্তব্যরত এক ট্রাফিক হোমগার্ডকে বাইক দিয়ে ধাক্কা মেরে চম্পট দিল তিন বাইক আরোহী!
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন যাবত শহর জুড়ে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চলছে। তার অঙ্গ হিসাবেই মঙ্গলবার টালিগঞ্জ ফাঁড়িতে নাকা চেকিং চলছিল। চারু মার্কেট থানা এবং ট্রাফিক গার্ডের ওই যৌথ উদ্যোগের দায়িত্বে ছিলেন টালিগঞ্জ ট্রাফিক গার্ডের আধিকারিক অলোকেশ নস্কর। রাত ১২টা নাগাদ রাসবিহারীর দিক থেকে একটি বাইক প্রবল গতিতে আনোয়ার শাহ মোড়ের দিকে আসছিল। পুলিশ সূত্রের খবর, বাইক চালক এবং পিছনে বসে থাকা দুই ব্যক্তির কারও মাথাতেই হেলমেট ছিল না।
আরও পড়ুন, দেড় দিনে বাজ পড়ে মৃত ২৯
অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীরা বাইকটিকে থামানোর চেষ্টা করলে সেটি গতি বাড়িয়ে দেয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশের হোমগার্ড বাইকটির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করলে চালক তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। রাস্তায় পড়ে যান ওই পুলিশকর্মী, হাতে-পায়ে-মাথায় গুরুতর চোট পান তিনি।
ট্রাফিক গার্ড ও পুলিশ সূত্রের খবর, ঘটনার পরই ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সেখান থেকে বাইকের নম্বর ও আরোহীদের চিহ্নিত করা হয়। এরপর রাতেই প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাইকচালক শেখ শাজাহান-সহ তিনজনকে। বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে।