'মুরগী খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হতে হবে'! এই ভ্রান্ত ধারণায় আম বাঙালি গত রবিবারও ডাল ভাত খেয়েই দিন কাটিয়েছে। এই সুযোগে চর চর করে বেড়েছে মটনের দাম। কী করে জানতে পারলেন চিকেনে করোনা ভাইরাস আছে? মাছ কিনতে আসা সুব্রত পাল বলেন, "হোয়াটসঅ্যাপে দেখেছি"। আর কোথায়? "ওই ওখানেই"। কী দেখলেন? "ভিডিওতে প্রচার করছে চিকেনে করোনা ভাইরাস রয়েছে"। সোশাল মিডিয়া মারফত এই ভুঁয়ো প্রচারে বাঙালি কষা মাংস থেকে মুখে ফিরিয়েছেন। অন্য দিকে ক্রেতাদের আকৃষ্ট করতে , মাংসের দাম কমিয়েছে বিক্রেতারা। তাতেও লাভ হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতা।
Advertisment
সম্প্রতি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার চিফ জানিয়েছে, মুরগীতে করোনা ভাইরাস নেই। একইসঙ্গে গোল্ডেন পোল্ট্রি ফার্মের মালিক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, "এই সম্ভবনা একেবারেই নেই। এই খবর সম্পূর্ণ মিথ্যে। সরকার থেকেও এর প্রচার করা হয়েছে।"
চিকেনের দাম কলকাতা শহরে ১০০ থেকে ১২০ টাকা কিলো যাচ্ছে। শহরতলিতে সেই দাম ৭০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। বরাহনগেরর এক মুরগীর মাংস বিক্রেতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, " করোনা ভাইরাসের কারণে ব্যবসা গত তিন সপ্তাহ ধরে খারাপ যাচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা মুরগী ধরে বুঝতে পারি কে সুস্থ বা কে অসুস্থ। কিন্তু, আমার তো তেমন কিছু মনে হচ্ছে না"।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছড়িয়েছেন, ব্রয়লার মুরগি থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে। এই বিষয়ে কিছু ভুয়ো ভিডিয়োও দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন থেকেও জানান হয়েছে করোনা ভাইরাস নেই মুরগীতে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতে বিভিন্ন রাজ্যে বিশেষত তেলেঙ্গানা মহারাষ্ট্রের মানুষ বেশি আতঙ্কিত হয়েছে। এর সুযোগে দাম বেড়েছে মটনের। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি জানিয়েছে, মটন, সামুদ্রিক ফুডে করোনা ভাইরাস নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন