New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/money-b.jpeg)
কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার। জানা গিয়েছে, মুখার্জি ঘাটে বস্তা ভর্তি পোড়া টাকা। সেই বস্তা দেখতে উৎসাহী মানুষের ভিড়। পোড়া টাকার মধ্যে যদি কোনও ভালো টাকা পড়ে থাকে, সেটাই খুজছেন বাসিনাদার। ১০টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার পোড়া নোট। রয়েছে ৫০০ টাকার নোট। খবর পেয়ে ঘটনাস্থলে কালীঘাট থানার পুলিশ। কে বা কারা এই টাকা ফেলেছে এখনও জানা যায়নি।
Advertisment
এদিন কিছু মানুষকে ২০ আর ৫০ টাকার নোট হাতে তুলেও হতাশ হতে হয়েছে। সব কটাই পোড়া তবে আসল। এমনটাই সূত্রের খবর। তদন্ত চালাচ্ছে কালীঘাট থানার পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন