Advertisment

বর্ষার মরসুমে বড় বিপত্তি, হুড়মুড়িয়ে ভাঙল মুকুলের বাড়ি

প্রাচীন এই বাড়ি ঘিরেই ছিল বাংলা রূপলী পর্দার বহু স্মৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
satyajit roys sonar kella movies charecter mukuls bhawanipore house demolished , সত্যজিৎ রায় পরিচালিত সোনারকেল্লা ছবির অন্যতম চরিত্র মুকুলের ভবানীপুরের শ্যুটিংয়ের বাড়ি ভেঙে পড়ল

সেই ভাঙা বাড়়ি।

শুক্রবার গভীর রাতে কলকাতার ভবানীপুরে পদ্মপুকুর এলাকায় একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই ওই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। শনিবার ভোর তিনটে নাগাদ হঠাত্‍ই সেই বাড়িটি ভেঙে পড়ে। এক জন ভাড়াটে বছর ছয়েক আগেই বাড়িটি থেকে চলে যান। তবে অন্য অংশে একটি পরিবার এখনও ভাড়া থাকতেন।ভেঙে পড়ার সময় সেই পরিবারের একজন ওই জীর্ন বাড়িটিতে ছিলেন। তাঁকে উদ্ধার করা হয়।

Advertisment

প্রাচীন এই বাড়ি ঘিরেই ছিল বাংলা রূপলী পর্দার বহু স্মৃতি। সেই বাড়টিও আপাতত স্মৃতির পাতায়। এই বাড়িটিতেই সত্যজিত্‍ রায়ের সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। বিখ্যাত পরিচালক সত্যজিত্‍ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে ওই বাড়িতেই শ্যুটিং করেছিলেন। ফলত, বহু স্মৃতিভরা বাড়িটি ভেঙে পড়ায় মন খারাপ স্থানীয়দের।

পুরসভা সূত্রে খবর, ২০২২ সালে পুর ও নগরোন্নয়ন দফতর একটি সংশোধনী এনে এই তিনটি পরিবারকে বাড়িটির পজেশন সার্টিফিকেট দিয়েছিল। ফলে আইন অনুসারে আগামিদিনে এই বাড়িটি ভেঙে নতুন কোনও নির্মাণ হলে ওই শংসাপত্র দেখিয়ে ভাড়াটেরাও সেখানে জায়গা পাবেন।

kolkata news satyajit ray kolkata
Advertisment