Advertisment

কালীঘাটে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তায় শুয়ে বিক্ষোভ SSC-র চাকরিপ্রার্থীদের

রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেবিক্ষোভকারীদের রীতিমতো টেনে-হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। আটক বেশ কয়েকজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হবু শিক্ষকদের ক্ষোভ আছড়ে পড়ল কালীঘাটে। মঙ্গলবার বিকেল নাগাদ এসএসসি-র নবম এবং দশম শ্রেণির উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা কালীঘাট চত্বরে জড়ো হন। এরপরই আচমকাই ওই চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি হস্তক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের রীতিমতো টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Advertisment

নিয়োগের দাবিতে গত দু’মাসের বেশি সময় ধরে সল্টলেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই চাকরিপ্রার্থীরা। আলোচনাতেও ফল মেলেনি। উনিশ সালে খোদ মুখ্যমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেও মেধাতালিকায় থাকা প্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হয়েই চলেছে। শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিলেও নিয়োগ হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে দেওয়ালে পিঠ ছেকে যাওয়ার অবস্থা তাঁদের। এবার তাই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নেন আন্দোলনকারী হবু শিক্ষকরা।

উল্লেখ্য, গত মাসেই আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দিকে যাওয়ার চেষ্টা করেন বেশ কয়েকজন শিক্ষাবন্ধুরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হবু শিক্ষকদের বিক্ষোভ দেখতে পাওয়া গেল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

teacher-protest West Bengal SSC
Advertisment