Advertisment

বন্ধ শিয়ালদহ উড়ালপুল, কোন কোন পথে ঘুরছে গাড়ি?

শুক্রবার উত্তর এবং মধ্য কলকাতা সংযোগকারী এই গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ থাকায় তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। যানজট মোকাবিলা করার জন্য শিয়ালদহ সংলগ্ন অন্যান্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
sealdah flyover closed

বন্ধ শিয়ালদহ উড়ালপুল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ উড়ালপুল) স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় মেরামতির জন্য স্বাধীনতা দিবস থেকে টানা তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে উড়ালপুল। কিন্তু, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস থাকায়, সেদিন তেমন যানজট হয়নি। তবে শুক্রবার উত্তর এবং মধ্য কলকাতা সংযোগকারী এই গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ থাকায় তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। যানজট মোকাবিলা করার জন্য শিয়ালদহ সংলগ্ন অন্যান্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।

Advertisment

ঠিক কোন পথে ঘুরছে গাড়ি?

দক্ষিণ থেকে উত্তর কলকাতাগামী যানবাহন যাবে মৌলালি হয়ে ডোরিনা ক্রসিং ধরে সি আর এভ্যুনিউ। আচার্য্য প্রফুল্ল চন্দ্র রোড ধরতে গেলে ডোরিনা ক্রসিং হয়ে সিআর এভ্যুনিউ, কলেজ স্ট্রিট হয়ে এপিসি রোড, রাজাবাজার হয় মানিকতলার রাস্তা ধরতে পারবে। কলেজ স্ট্রিটের যানজট এড়াতে চাইলে গিরিশ পার্ক হয়েও মানিকতলা যাওয়া যাবে।

publive-image উত্তর কলকাতাগামী যানবাহনের যাত্রাপথ। ছবি সৌজন্যে- কলকাতা ট্রাফিক পুলিশ

এদিকে, উত্তর থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার ক্ষেত্রে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকটাই। মানিকতলা থেকে রাজাবাজার হয়ে এপিসি রোড হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে সিআর এভ্যুনিউ যাওয়া যাবে।

publive-image বন্ধ শহরের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, ঘুরপথেই চলছে গাড়ি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

অথবা মানিকতলা থেকে সরাসরি বিবেকানন্দ রোডও ধরতে পারেন, কিংবা আমহার্স্ট স্ট্রিট হয়ে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে সিআর এভ্যুনিউ ধরে ধর্মতলা চলে আসা যাবে। ধর্মতলার যানজট এড়াতে চাইলে বি বি গাঙ্গুলী স্ট্রিট হয়ে নবীন চন্দ্র স্ট্রিট হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে মৌলালি এসে যাওয়ায় যাবে দক্ষিণের যে কোনও দিকে।

publive-image দক্ষিণ কলকাতাগামী যানবাহনের যাত্রাপথ। ছবি সৌজন্যে- কলকাতা ট্রাফিক পুলিশ

উল্লেখ্য, মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরে উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিশেষ নজরদারির পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই বন্ধ করে দিতে হয় ওই উড়ালপুল। দুর্ভোগের মুখে পড়েন অসংখ্য মানুষ। কেএমডিএ সূত্রের খবর, শিয়ালদহ উড়ালপুলের এই কাজ দীর্ঘদিন ধরেই বকেয়া রয়েছে। মানুষের সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে নিয়েও, বড়সড় বিপত্তি এড়াতে এই সাময়িক দুর্ভোগ পোহাতে হতে পারে শহরবাসীকে বলে জানানো হয়েছে।

kolkata kolkata traffic police
Advertisment