Advertisment

বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল

কেএমডিএ-র এক সূত্রের মতে, এ কাজ দীর্ঘদিন ধরেই বকেয়া রয়েছে। মানুষের সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে নিয়েও, বড়সড় বিপত্তি এড়াতে সাময়িক দুর্ভোগ স্বীকার করে নেওয়া সকলের পক্ষে মঙ্গল বলে জানাচ্ছে ওই সূত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Sealdah Flyover closure

উড়ালপুল সংলগ্ন রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। ছবি: শশী ঘোষ

স্বাধীনতা দিবসের দিন থেকে টানা চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ এবং কলকাতা পুলিশ।

Advertisment

প্রাথমিকভাবে কেএমডিএ-র তরফ থেকে কলকাতা ট্রাফিক পুলিশের কাছে জানানো হয়, উড়ালপুল পরীক্ষার জন্য চারদিন সময় লাগবে, ফলে তারা যেন উড়ালপুল বন্ধ রাখার বন্দোবস্ত করে। সেই মোতাবেক কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, ১৫ থেকে ১৮ অগাস্ট অবধি বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল।

আরও পড়ুন, রাতের কলকাতায় ফের বাইক-হানা, আহত পুলিশকর্মী

উত্তর ও মধ্য কলকাতা সংযোগকারী এই শিয়ালদা ফ্লাইওভার অতীব গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত। এ উড়ালপুল বন্ধ থাকলে শহর কলকাতার এই অঞ্চলে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সংলগ্ন অন্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

কেএমডিএ-র এক সূত্রের মতে, এ কাজ দীর্ঘদিন ধরেই বকেয়া রয়েছে। মানুষের সাময়িক ভোগান্তির কথা স্বীকার করে নিয়েও, বড়সড় বিপত্তি এড়াতে এই সাময়িক দুর্ভোগ স্বীকার করে নেওয়াই সকলের পক্ষে মঙ্গল বলে জানাচ্ছে ওই সূত্র।

মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরে উড়ালপুলগুলির স্বাস্থ্যের ওপর নজরদারির প্রসঙ্গ ওঠে। কদিন আগে উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই বন্ধ করে দিতে হয় ওই উড়ালপুল। দুর্ভোগের মুখে পড়েন অসংখ্য মানুষ।

এবারের ভোগান্তির খবর আগেভাগে জানা যাচ্ছে, এটাই স্বস্তির। ১৫ অগাস্ট সরকারি ছুটি। ১৭ এবং ১৮ শনি ও রবিবার হওয়ায় যানবাহনের চাপ কম থাকবে। মাঝের ১৬ তারিখ শুক্রবার কাজের দিন। ওই দিনেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কলকাতা ট্র্যাফিক পুলিশকে।

kolkata news
Advertisment