Advertisment

কলকাতা মেডিক্যাল কলেজে করোনার কবলে আরও চার ডাক্তার, মোট আক্রান্ত সাত

মেডিক্যাল কলেজে মোট ৭ জন ডাক্তার এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
medical college kolkata

মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং, যা বিশেষভাবে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত হবে। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

আক্রান্তের সংস্পর্শ যোগে আরও চার জন চিকিৎসকের দেহে মিলল কোভিড পজেটিভ। পূর্ববর্তী কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে। কোভিড পজিটিভ রোগীর সঙ্গে সংস্পর্শ বিভ্রাটে ১৩জন কে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গতকাল, যাদের মধ্যে প্রথমে ৩জন ডাক্তার ও ২জন রোগী করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরপর, সোমবার আরও চার জন চিকিত্্সক কোভিডে আক্রান্ত বলে সূত্রের খবর। অর্থাত্্ মেডিক্যাল কলেজে মোট ৭ জন ডাক্তার এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisment

প্রসঙ্গত,বরানগরের বাসিন্দা এক বৃদ্ধা গত রবিবার শহরের এক বেসরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত হন। তাঁর শরীরে করোনার উপসর্গ প্রকট ছিল। গত রবিবার রাতে মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগী। এরপর মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই ১৩জন কে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

আরও পড়ুন:করোনা মোকাবিলায় অবশেষে রাজ্যে শুরু হচ্ছে র‌্যাপিড টেস্টিং

মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ সূত্রে খবর, কর্মরত স্নাতকোত্তর ট্রেনিদের লালারসের নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছে। এদের মধ্যে একজন সুপারস্পেশালিটি আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন। পাশাপাশি মেডিসিন ওয়ার্ডে ভর্তি দুই রোগীর দেহেও কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে সাতজন ডাক্তার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।

গত সপ্তাহের মঙ্গলবার থেকে করোনা আক্রমণের জেরে রোগীর সংক্রমনের ভয়ে ভর্তি বন্ধ করা হয়েছে হাসপাতালের পুরুষ এবং মহিলাদের মেডিসিন ওয়ার্ডে। এই ঘটনায় জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ আগাম কোনো সর্তকতা অবলম্বন না করায় এমনটা ঘটেছে।

Coronacirus corona COVID-19
Advertisment