/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/cats-137.jpg)
প্রতীকী ছবি
নারকীয় ঘটনার সাক্ষী থাকল কলকাতা। গলার নলি কেটে খুন করা হল যৌনকর্মীকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কলকাতার দুর্গাচরন স্ট্রিটের গলিতে। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোনাগাছির যৌনপল্লিতে। ঘটনার খবর পেয়ে বটতলার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন হতে হয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে মহিলার নাম প্রার্থনা মুখোপাধ্যায়। তবে সব দিক খোলা রেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর। গতকাল রাতে নিজের ঘরেই খুন হন ওই মহিলা। ঘরের আলমারি খোলা ছিল। জিনিসপত্র ঘরেই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই ঘটনায় স্থানীয়দের সাহায্যও নিচ্ছে পুলিশ। তাদেরও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গতকাল রাতে খদ্দের সেজে এক ব্যক্তি প্রার্থনার ঘরে আসে। তবে কখন তিনি বেরিয়ে যান সেই বিষয়ে এখনও কোন তথ্য পায়নি পুলিশ। সেই খদ্দেরের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। খুনের সঙ্গে খদ্দেরের কোন যোগাযোগ থাকতে পারে এমনটাই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। তবে লুঠপাঠের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না পুলিশ।