Advertisment

তুমুল উত্তেজনা কলেজ স্ট্রিটে, SFI-TMCP সংঘর্ষে ধুন্ধুমার-কাণ্ড

স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ একাধিক দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় SFI।

author-image
IE Bangla Web Desk
New Update
SFI_TMCP 1

তুমুল উত্তেজনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। এসএফআই ও টিএমসিপি-র মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপচার্য নিয়োগ-সহ একাধিক দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা এসএফআইয়ের, অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভে সোচ্চার হয় টিএমসিপি। দু'পক্ষের মধ্যে গন্ডগোল থেকেই হঠাৎ শুরু হয়ে যায় সংঘর্ষ। বিকেল থেকে দফায়-দফায় বিক্ষোভ-সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট।

Advertisment

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপচার্য নেই। সোনালী চক্রবর্তীকে কলকাতা হাইকোর্টের নির্দেশে অপসারণর করা হয়েছে। স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ বেশ কয়েকটি দাবিতে এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই। তবে টিএমসিপির দাবি, বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল পাকাচ্ছে এসএফআই। এই অভিযোগ ঘিরে মুহূর্তের মধ্যে দু'পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

আরও পড়ুন- এবার হাইকোর্টের বাতি-নজর, লাল-নীলে কড়া প্রশ্ন নবান্নকে

দু'পক্ষের সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গার্ডরেল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবুও সংঘর্ষ এড়ানো যায়নি। এসএফআইআইয়ের অভিযোগ, পুলিশের সামনেই তাঁদের বেধড়ক মারধর করেছে টিএমসিপি-র সমর্থকরা। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ বাম ছাত্র সংগঠনের। যদিও পুলিশের তরফে এমন অভিযোগে আমল দেওয়া হয়নি।

এদিন বিকেল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে ছাত্র বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পুলিশ দু'পক্ষকে সরানোর চেষ্টা করলেও বিক্ষোভ সামাল দেওয়া যায়নি। এসএফআইয়ের বিরুদ্ধে স্লোগানিং জারি রাখে টিএমসিপি। পাল্টা কলকাতা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অভিযোগ তুলে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্ষোভে সোচ্চার হতে থাকে এসএফআই।

SFI Clash TMCP
Advertisment