Advertisment

করোনায় জীবনাবসান শঙ্খ-জায়া প্রতিমা ঘোষের

করোনা আক্রান্ত হয়ে গত বুধবারই প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
shankha ghosh pratima ghosh

প্রতিমা ঘোষ ও শঙ্খ ঘোষ

করোনা আক্রান্ত হয়ে গত বুধবারই প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। তার আট দিনের মাথায় মৃত্যু হল কবিপত্নী প্রতিমা ঘোষেরও। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বাড়িতেই আইসোলেশনে ছিলেন প্রতিমাদেবী। বৃহস্পতিবার সকালে ভোর পাঁচটা নাগাদ প্রতিমা ঘোষ প্রয়াত হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Advertisment

গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই সঙ্গেই আক্রান্ত হন তাঁর স্ত্রীও। ২১ এপ্রিল কবির প্রয়াণের পরও বাড়িতেই চিকিৎসা চলছিল প্রতিমাদেবীর। গতমৃত্যু হয় শঙ্খ ঘোষের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু'দিন ধরেই প্রতিমা ঘোষের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। শারীরিক পরিস্থিতির জেরে তাঁকে কোনও হাসপাতালে ভর্তি করা যায়নি। অবশেষে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর।

প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। দীর্ঘ ৬৫ বছরের বৈবাহিক জীবন তাঁদের। প্রতিমাবদেবী অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। লিখেছেন একাধিক বই।

প্রয়াত কবি শঙ্খ ঘোষের পরিবারের বাকির বেশিরভাগ সদস্যরাই করোনা আক্রান্ত। তাঁদের কেউ রয়েছেন হোব আইসোলেশনে, কেউ আবার হাসপাতালে চিরকিৎসাধীন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news coronavirus Sankha Ghosh
Advertisment