New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/sarbari-dutta-1.jpg)
প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।
পরিবারের তরফে দাবি কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে ফ্যাশন ডিজাইনারের। তবে, রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হওয়ায় পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।
প্রয়াত হলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার গভীর রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোটা দিনই শর্বরী দত্তের সঙ্গে তাঁর পরিবারের কোনও সদস্যেরই দেখা হয়নি । গভীর রাতেশৌচাগারের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ন'য়ের দশকের মাঝামাঝি ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেলেছিলেন শর্বরী দত্ত। পুরুষদের রঙিন ধূতির ট্রেন্ড সেটার ছিলেন তিনি। বিভিন্ন দেশের লোক সংস্কৃতিকে পোশাকে ফুটিয়ে তুলতেন শর্বরী দত্ত। টলিউডের একাধিক চলচ্চিত্রের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাধিক তারকারর পোশাকও তৈরি করেছেন প্রখ্যাত এই ফ্যাশন ডিজাইনার।
শর্বরী দত্তের আকস্মিক প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন