বন্দুক দেখিয়ে সঙ্গীত শিল্পীকে যৌন হেনস্থা খাস কলকাতায়

খাস কলকাতায় যৌন হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী। বন্দুক দেখিয়ে মধ্য কুড়ির মহিলাকে হেনস্থার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শাসক দল তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে।

খাস কলকাতায় যৌন হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী। বন্দুক দেখিয়ে মধ্য কুড়ির মহিলাকে হেনস্থার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শাসক দল তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sexual Assolt

খাস কলকাতায় যৌন হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী

খাস কলকাতায় যৌন হেনস্থার শিকার সঙ্গীত শিল্পী। বন্দুক দেখিয়ে মধ্য কুড়ির মহিলাকে হেনস্থার অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শাসক দল তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। তবে, অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

Advertisment

গত বৃহস্পতিবার গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানেই গান গাইতে আসেন ওই সঙ্গীত শিল্পী। তাঁর কথায়, 'গ্রিনরুমে আমাকে শেষ আধ ঘন্টা অত্যাচার করা হয়। আমার সহ শিল্পীদের ঘর থেকে বের করে দেওয়া হয় এবং বাইরে থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আমাকে বন্দুক দেখিয়ে যৌন হেনস্থা করা হয়। কোনও মতে আমি সেখান থেকে পালাতে পেরেছিলাম।' তাঁর সংযোজন, 'আমার বাবার কিডনির সমস্যা রয়েছে। প্রাথমিকভাবে সেই চিকিৎসার জন্য আমাকে টাকার প্রস্তাব দেওয়া হয়। তারপরই শুরু হয় অসভ্যতামি।'

আরও পড়ুন: সংসার সুখী হয় ধমনীর গুণে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিল্পীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Advertisment

আক্রান্তের অভিযোগ, অনুষ্ঠানে প্রচুর মহিলা থাকলেও কেউ তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। গত বছরও ওই অনুষ্ঠানে গান গেয়েছিলেন আক্রান্ত সঙ্গীত শিল্পী।

Read full story in English