/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/Minakshi-Mukherjee.jpg)
এদিন মীনাক্ষীর নেতৃত্বে বাম কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ধুন্ধুমার বাঁধে।
এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার বাম যুব-ছাত্রর অভিযান ঘিরে তুলকালাম সল্টলেকের করুণাময়ীতে। এদিন আচার্য সদ চলো-র ডাক দিয়েছিল ডিওয়াইএফআই-এসএফআই। বাম ছাত্র-যুবর এই কর্মসূচি ঘিরে এদিন ধুন্ধুমার হয় সল্টলেকে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েক বাম কর্মী-সমর্থক আহত হয়েছেন। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের প্রিজন ভ্যানে তোলার সময়ও একপ্রস্ত ধস্তাধস্তি হয়।
এদিন সকাল থেকেই করুণাময়ীতে জমায়েত হচ্ছিলেন বাম যুব-ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা। ১০ নম্বর ট্যাঙ্ক এলাকা থেকে উইপ্রো মোড় পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বিধাননগর কমিশনারেট। মিছিল শুরুর জায়গা থেকে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। এদিন মীনাক্ষীর নেতৃত্বে বাম কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই ধুন্ধুমার বাঁধে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/DYFI-2.jpg)
আরও পড়ুন যৌনপেশাকে স্বীকৃতি সুপ্রিম কোর্টের, যুদ্ধজয়ের আনন্দে উৎসব সোনাগাছির দুর্বারের সদস্যদের
জানা গিয়েছে, মীনাক্ষী অসুস্থ। স্টেরয়েড নিয়ে নিয়মিত চলতে হচ্ছে তাঁকে। কয়েকদিন আগে জ্বরও হয়েছিল। কিন্তু অসুস্থ শরীরেই এদিনের মিছিলের নেতৃত্ব দেন তিনি। মীনাক্ষী-সহ শতাধিক বাম কর্মী-সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তুলে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/DYFI-1.jpg)
মীনাক্ষী সংবাদমাধ্যমকে বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটা নির্লজ্জ যে এঁরা চোর পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারীদের স্যালুট করে আর আমাদের গ্রেফতার করে।"