পুজোর আগেই চালু হতে পারে নবনির্মিত টালা সেতু দিয়ে যান চলাচল। সদ্য পূর্ত দফতরের দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার এই সম্ভাবনার কথা জানিয়েছেন মন্ত্রী পুলক রায়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ভগ্ন টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে সেতু তৈরির কাজ চলছে। যা এখন প্রায় শেষের পর্যায়ে।
পূর্ত মন্ত্রী পুলক রায় বলেছেন, 'মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই মতো পুজোর আগেই আমরা টালা সেতু চালুর চেষ্টা করছি। এখন একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে।'
৪৬৮ কোটি টাকা ব্যয় ৮০০ মিটার লম্বা চার লেনের টালা সেতু তৈরি হচ্ছে। যার কাজ সম্পূর্ণ হলে উত্তর-দক্ষিণে যান চলাচল অনেক মসৃণ হবে।
ভয়ঙ্কর বিপজ্জ্নক হয়ে পড়েছিল টালা সেতুর অবস্থা। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিপদ এড়াতে ২০১৯ সালে পুজোর আগেই এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি থেকে সেতু ভাঙার কাজ চলে। তার কয়েক মাস পর নতন টালা সেতু গঠনের কাজ শুরু হয়েছিল।
এ দিন পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পূর্ত মন্ত্রী পুলক রায়। সেতু তৈরির কাজ কোন পর্যায়ে তা খতিয়ে দেখেন।