Advertisment

অবশেষে সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে টালা ব্রিজ, শুরু হবে ভাঙার কাজ

কবে শেষ হবে সেতু নির্মাণের কাজ? প্রশাসনের তরফে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি: পার্থ পাল

অবশেষে বন্ধ হতে চলেছে টালা ব্রিজ। সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ১লা ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। জীর্ণ টালা ব্রিজ যে ভাঙা হবে সেই সিদ্ধান্ত অবশ্য আগেই নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কবে থেকে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে, ৩১ জানুয়ারি মধ্যরাত থেকেই টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হবে। সূত্রের খবর, যান চলাচল বন্ধ হওয়ার পরেই শুরু হবে ব্রিজ ভাঙার কাজ।

Advertisment

বছরের শুরুতেই পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে রাজ্য ও রেলের আধিকারিকদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, টালা ব্রিজ ভাঙা-গড়ায় টাস্ক ফোর্স গঠন করে দ্রুত কাজ করবে রাজ্য ও রেল। রেল ও রাজ্যের ইঞ্জিনিয়ারদের টাস্ক ফোর্সের সদস্য হিসাবে বেছে নেওয়ার কথা বৈঠক শেষে জানানো হয়েছিল। এছাড়াও টালা সেতুতে ‘কেবল ব্রিজ’ তৈরির সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। বৈঠকের শুরুতে ‘কেবল ব্রিজ’ তৈরির প্রস্তাব দিয়েছিল রেল। এই প্রস্তাবে মান্যতা দেয় নবান্ন।

কোথা দিয়ে ঘুরে যাবে বাস? জেনে নিন নতুন বাসরুট

জানা গিয়েছে, দরপত্র অনুযায়ী বরাত পাওয়া সংস্থাকে আগামী ১০ বছরের জন্য নয়া ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হবে। নবগঠিত টালা ব্রিজ হবে চার লেনের। এই ব্রিজ গড়তে খরচ পড়বে ২৬৮ কোটি টাকা। সরকারি সূত্রে খবর, কাজ শুরুর এক বছরের মধ্যেই গড়ে উঠবে টালা নতুন টালা ব্রিজ।

কলকাতা উত্তরের ওই অঞ্চলে তীব্র যানজটের আশঙ্কা কাটাতে ফেব্রুয়ারি থেকেই উত্তর কলকাতা ও উত্তর শহরতলির পরিবহণ ব্যবস্থা এবং ট্রাফিক রুটে আমূল পরিবর্তন হতে চলেছে। ‘পাবলিক ভেইকেল ডিপার্টমেন্টের’ তরফে জানান হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যরাত থেকে টালা ব্রিজ বন্ধের কারণে পরিবর্তিত করা হয়েছে বাস চলাচলের রুট। ১ ফেব্রুয়ারি সকাল থেকে ব্রিজ বা ব্রিজ সংলগ্ন রাস্তার ৪২টি বাসরুট এবার নতুন পরিবর্তিত পথে চলবে।

Advertisment