Advertisment

পুজোয় টালা ব্রিজে বাস-লরি বন্ধই থাকছে, চলবে শুধু ছোট গাড়ি

ব্রিজ মেরামতের জন্য মৌ-স্বাক্ষর হোক। কারণ রাস্তা পূর্ত দফতরের এদিকে ব্রিজ রেলের অধীনে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অলংকরণ: অভিজিৎ বিশ্বাস

পুজোয় বন্ধ থাকছে টালা ব্রিজ, পূর্ববর্তী সিদ্ধান্ত মতই চলবে শুধু ছোট গাড়ি, বাস এবং লরি চলাচলে জারি থাকছে নিষেধাজ্ঞা, মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক শেষে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরে ১২ অক্টোবর টালা ব্রিজ নিয়ে ফের আরেক প্রস্থ বৈঠকের কথাও এদিন ঘোষণা করেন তিনি। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী, পুরমন্ত্রী সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। এছাড়া রেলের আধিকারিকদেরও ডাকা হয়েছিল এই বৈঠকে। এদিন মূলত সমাধান সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। টালা ব্রিজে বাস লরি বন্ধ রাখার সোমবারই যানজটে তুমুল নাকাল হয়েছে কলকাতার উত্তর প্রান্ত। এরপরই পুজো পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে বাস চালানো যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা করছিল প্রশাসন। কিন্তু নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত কেবল ছোট গাড়ি চলাচলের সিদ্ধান্তে অনড় থাকল রাজ্য সরকার। ।

Advertisment

উল্লেখ্য, টালা ব্রিজ নিয়ে নবান্নে মখ্যসচিবের নেতৃত্বে দু'দিনে দু'দফায় বৈঠক হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেতু পরীক্ষা নিরীক্ষা করার পর পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার ও রাইটসের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত টালা ব্রিজ তিন টন পর্যন্ত ওজন বহনে সক্ষম। তাই গতি কমিয়ে কেবল ছোটগাড়ি যাতায়াতেরই ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী রেলের উদ্দেশে বলেন, কোনটা সেন্ট্রাল কোন রাজ্য সরকার সেই দিকে না তাকিয়ে প্রয়োজন মতো রক্ষনাবেক্ষণা করুন। আমি চাই ব্রিজ মেরামতের জন্য মউ-স্বাক্ষরিত হোক।

kolkata news kolkata
Advertisment