দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পথ গড়িয়াহাট উড়ালপুল বন্ধ থাকছে। আগামিকাল শনিবার রাত ১০টার পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে গড়িয়াহাট উড়লপুল। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। এই উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন। তারই জেরে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উড়ালপুল বন্ধ রাখা হবে।
একটানা কয়েকদিন গড়িয়াহাট উড়ালপুলের মতো ব্যস্ত পথ বন্ধ থাকার জেরে যানজট সমস্যা ওই এলাকায় তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও উড়ালপুলমুখী গাড়িগুলি দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকেই ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেবে কলকাতা পুলিশ। মিনিবাসগুলি কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সুইনহো স্ট্রিট, বিজন সেতু দিয়ে যাতায়াত করবে।
এর আগে পার্ক স্ট্রিট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করেছিল হুগলি রিভার ব্রিজ কমিশন। জানা গিয়েছে, শহরের উড়ালপুলগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই পরপর সেগুলির ভারবহন ক্ষমতা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। এই পরীক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র ত্রুটি নজরে এলেই তা মেরামত করা হবে। এব্যাপারে আগেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক হয় হুগলি রিভার ব্রিজ কমিশনের আধিকারিকদের। সেই মতো পার্ক স্ট্রিট উড়ালপুলের পর এবার গড়িয়াহাট উড়ালপুলের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- চৈত্রের দাবদাহে নাজেহাল চিড়িয়াখানার আবাসিকরা, দইভাত, লস্যির ডায়েটে ভাল্লুক-শিম্পাঞ্জিরা
শনিবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উড়ালপুল বন্ধ রেখে চলবে ভারবহন ক্ষমতা পরীক্ষার কাজ। তবে একটানা দিন চারেক এই উড়ালপুল বন্ধ থাকার জেরে ওই পথে যানজটের আশঙ্কা প্রবল। বিকল্প পথে গাড়িগুলিকে ঘোরানোর ব্যবস্থা করা হলেও যানজট এড়ানো বেশ কঠিন হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফি দিন গড়িয়াহাট ব্রিজ ধরে হাজার-হাজার গাড়ি যাতায়াত করে।
ছোট-বড় সেই সব গাড়ি একটানা চারদিন এই উড়ালপুল ধরে আর যাতায়াত করতে পারবে না। স্বাভাবিকভাবেই বিকল্প রাস্তাগুলিতে এই চারদিন গাড়ির চাপ থাকবে অত্যন্ত বেশি। যদিও ট্রাফিক পুলিশ যানজট এড়িয়ে গাড়ি চলাচলের গতি মসৃণ রাখতে যাবতীয় বন্দোবস্ত করছে।