Advertisment

মেট্রো-যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে ট্রেন চলাচলের সময়সীমা

পরিষেবা আরও মসৃণ করতে তৎপর কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
The time limit for running trains on the Kolkata Metro is increasing

প্রতীকী ছবি

মেট্রো-যাত্রীদের জন্য সুখবর। পরিষেবা আরও মসৃণ করতে তৎপর কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হচ্ছে। এমনকী বাড়ছে ট্রেনের সংখ্যাও। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রেখে নয়া তৎপরতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

Advertisment

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর ও কবি সুভাষ- দুই প্রান্তের দুই স্টেশন থেকেই রাতের শেষ ট্রেন ছাড়ার সময়সীমা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন রাত ৮টা ৪০ মিনিটের বদলে এবার ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ স্টেশন থেকেও রাতের শেষ মেট্রো ৯টার পরিবর্তে ছাড়বে রাত সাড়ে ৯টায়। শহর ও শহরতলীর বহু যাত্রী এর ফলে উপকৃত হবেন।

করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে এখনও জারি বেশ কিছু বিধি-নিষেধ। তবে গত ৩১ জানুয়ারি বেশ কয়েকটি ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাইট কার্ফু এবার থেকে রাত ১০টার বদলে শুরু হচ্ছে রাত ১১টায়। পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত চলবে নাইট কার্ফু।

Kolkata Metrorail

আরও পড়ুন- কলকাতা পুলিশের ফেসবুক পেজে ‘পুষ্পা রাজ’, সচেতনতার নয়া পাঠ ভাইরাল

নাইট কার্ফুর সময়-বৃদ্ধির জেরেই মেট্রোরেল চলাচলের সময়সীমাও বাড়ানো হয়েছে। রাতের দিকে শেষ ট্রেন ছাড়ার সময়সীমা প্রায় আধ ঘণ্টা বেড়েছে।

The time limit for running trains on the Kolkata Metro is increasing
বাড়ছে ট্রেনের সংখ্যাও।

শুধু ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানোই নয়, বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন কলকাতা মেট্রোয় এর আগে যত ট্রেন চলত এবার তারই কাছাকাছি সংখ্যায় মেট্রোরেল চলবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে প্রতিদিন ২৭৬ টি ট্রেন চালাবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

kolkata news kolkata kolkata metro West Bengal Metro Service Metro
Advertisment