scorecardresearch

আকাদেমি পুরস্কারপ্রাপক মমতাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, তৃণমূলের রোষে রোদ্দুর রায়

কবি রোদ্দুর মুখ্যমন্ত্রীর ‘অপমান’ বলে মনে করছে জোড়া-ফুল শিবির।

tmc leader riju dutta lodged fir aginst youtuber roddur roy in chitpur ps
ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিসানা রোদ্দুর রায়ের।

সাহিত্য আকাদেমি সম্মানে সম্মানিত কবি মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। সোশাল মিডিয়ায় নানা মুনির নানা মত। ফেসবুকে স্বঘোষিত কবি রোদ্দুর রায় কবি মমতাকে তুচ্ছ-তাচ্ছিল্যে ভরিয়ে দিয়েছেন। যাকে মুখ্যমন্ত্রীর ‘অপমান’ বলে মনে করছে জোড়া-ফুল শিবির।

কবি রোদ্দুরের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ ও পাটুলি থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। লালবাজারে রোদ্দুরের নামে অভিযোগ করেছেন বিজয় বন্দ্যোপাধ্যায়। বিজয় নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে দাবি করেছেন। অন্যদিকে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী অরিত্র সাহা। রোদ্দুরের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন দু’জনেই।

অভিযোগপত্র

‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি পুরস্কার দেওয়া হয়েছে। মমতার হয়ে মন্ত্রী তথা আকাদেমি চেয়ারম্যান ব্রাত্য বসু আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের থেকেই সেই পুরস্কার গত বুধবার ২৫শে বৈশাখ রবীন্দ্রজন্মজয়ন্তীর দিন গ্রহণ করেছিলেন। যা নিয়ে ব্যাপক বিতর্কের মাঝেই ব্রাত্য বসু বলেছিলেন যে, ‘রাজনীতিবিদদের সাহিত্য চেতনা থাকতেই পারে। কবিতার মান নিয়ে কেউ কথা বলতেই পারেন। তবে কবিতার মান আপেক্ষিক। যাদের ইচ্ছা বিতর্ক করার তাঁরা করবেন।’

কিন্তু প্রশ্ন হল যে, থানায় অভিযোগ দায়ের করে কি রোদ্দুর রায়কে ঠেকানো যাবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে ‘কুরুচিকর’ প্যারোডি গেয়ে আম বাঙালির ক্ষোভে পড়েছিলেন তিনি। একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। এরপর কোনও পদক্ষেপ হয়নি। উল্টে সোশাল মিডিয়ায় তাঁর ভিউ বেড়েছে। এ দিনের অভিযোগের পর আদৌ কোনও পদক্ষেপ হয় কিনা সেটাই এখন দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Tmc workers file complain against roddur roy for insulted mamata banerjee