Advertisment

অ্যাকশন থেকে ভরপুর রোম্যান্স, জিৎময় কলকাতার ক্যাফেটেরিয়া!

জমাজমাটি আড্ডায় সুপারহিট ‘কাকার চা অ্যান্ড ক্যাফে’।

author-image
Sayan Sarkar
New Update
Jeet, Chengiz , Chengiz box office collection, Sushmita Chatterjee, Tollywood, Bollywood, Jeet Bollywood Debut, Salman Khan vs Jeet, Chengiz Hindi Trailer, Jeet Eid release, Salman Eid release, Neeraj Panday, Kisi Ka bhai kisi ki jaan, Bollywood, tollywood, Entertainment, জিতের নতুন ছবি, চেঙ্গিজ, জিতের হিন্দি ছবি, জিৎ, নীরজ পাণ্ডে, সলমান খান, বলিউড, টলিউড, ইদ রিলিজ, চেঙ্গিজের বক্স অফিস কালেকশন, দেব, kaka-r-cha-and café, kolakta, deb sarkar, Kolkata, café

ক্যাফেটাই পুরো জিৎময়

বাংলা কর্মাশিয়াল ছবিতে জিৎ আর দেবের নাম প্রায় একসঙ্গেই উঠে আসে লোকমুখে। আদতে জিৎ বা দেব কতটা চা-প্রেমী তা নিয়ে তর্ক বহুদূর যেতেই পারে। তবে দুই অভিনেতাকে নিয়ে চা-খোর বাঙালিদের উন্মাদনা সব সময়ই তুঙ্গে। ছুটির দিনে চায়ের দোকানের আড্ডায় হোক অথবা বৃষ্টিভেজা বিকেলে কোন এক ক্যাফেতে জিৎ আর দেবের নাম উঠে আসে সিনে-আলোচনায়। তবে অভিনেতার প্রতি ভালবাসায় শহর কলকাতার ক্যাফে এবার পুরোপুরি জিৎময়।

Advertisment

মেনু থেকে শুরু করে ক্যাফের নকশা, দেওয়াল জুড়ে ছবিতে ছবিতে শুধুই জিৎ! টালিগঞ্জের ‘কাকার চা অ্যান্ড ক্যাফে’ সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ট্রেন্ড করছে। কলকাতার মানুষ এর আগে সাক্ষী থেকেছে দেবের নামে চায়ের স্টলের। আর এবার জিৎকে উৎসর্গ করে গোটা ক্যাফেটাই যেন জিৎময়। ‘কাকার চা অ্যান্ড ক্যাফে’র প্রতিটি কোণা জুড়ে রয়েছে অভিনেতার প্রতি নিখাদ এক ভালবাসা। সেই সঙ্গে মেনু কার্ডেও রয়েছে চমক।

‘আইটেম সেগমেন্টে’ উঠে এসেছে জিৎ-এর সুপার হিট একের পর এক ছবির নাম। সাথী থেকে চেঙ্গিস। কী নেই সেখানে! ক্যাফের কর্ণধার প্রয়োজক দেব সরকার। তিনি নিজেও সুপার স্টার জিৎ-এর অন্ধভক্ত। সেই সঙ্গে তিনি অবশ্যই একজন চা-প্রেমী। নানান স্বাদের সিরিজ রয়েছে তাঁর ঝুলিতে।

অভিনব এই ক্যাফের ধারণা প্রসঙ্গে দেব নিজে জানিয়েছেন, “জিৎ-এর প্রথম ছবি সাথী থেকেই অভিনেতার প্রেমে পড়া। সেই থেকেই সুপারস্টারের এক ‘অন্ধ ফ্যান’ আমি। আমার হৃদয়ের অনেকটা অংশ জুড়েই রয়েছে অভিনেতা জিৎ। প্রথম হলে টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়া জিৎ-এর ছবিতেই। আজও মিস নেই কোন ছবিই। আর অভিনেতার প্রতি এই ভালবাসা থেকেই জিৎ-দাকে উৎসর্গ করেই আমি এই ক্যাফে খোলা’।

কলাবাগানে নিজের অফিসের নীচের এক চিলতে চায়ের দোকান থেকে পথ চলা শুরু। এটা দেবের দ্বিতীয় আউটলেট। আউটলেট জুড়ে কেবলই রয়েছে জিৎ। ঢোকার মুখে কাট-আউট থেকে শুরু করে দেওয়াল জুড়েই অভিনেতার একের পর এক ছবি পোস্টার। মেনু কার্ডেও রয়েছে সাথী থেকে চেঙ্গিসের ছোঁয়া। ক্যাফের ভিতরও সারাক্ষণ চলে জিৎ অভিনীত সিনেমার গান। আর হাতের গোড়ায় এমন ক্যাফে পেয়ে জিৎ ভক্তরা যেন আহ্লাদে আটখানা। কেবল কলকাতা নয়, সুদূর জেলা থেকেও ভিড় জমাচ্ছেন জিৎ ভক্তরা। সেই সঙ্গে সেলফি আর সোশ্যাল মিডিয়ায় তা আপলোড তো রয়েছেই।

দেবের কথায়, ‘সামনেই জিৎ-এর জন্মদিন। ওই দিনটা স্পেশাল ভাবে সেলিব্রেশন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে সুপারস্টারের নতুন কোন ছবি রিলিজের আগেও হবে দেদার সেলিব্রেশন’। এমন ভক্তের ডাকে কী সাড়া দিয়েছেন গুরু? উত্তরে একগাল হেসে দেব জানিয়েছেন “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশা করি এই ক্যাফের খবর জিৎদার কাছে পৌঁছে গিয়েছে। উনি ব্যস্ত মানুষ হয়তো এখনও এসে পৌঁছাতে পারেনি সেই কারণেই। তবে দুই পৃথিবীর ব্লক বাস্টার হিটের পর দেবের ডাকে জিৎ সাড়া দেবে না তা কী হতে পারে! আমি আশা করি জিৎ-দা নিশ্চয় একদিন ক্যাফে নিজে এসে ঘুরে দেখবে”।

jeet Tea Shop
Advertisment