যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাঁজা বিক্রি করতে গিয়ে ধৃত ২

পুলিশের বক্তব্য, বিগত তিন-চার মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন অঞ্চলে গাঁজা বিক্রি করত দু'জনেই।

পুলিশের বক্তব্য, বিগত তিন-চার মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন অঞ্চলে গাঁজা বিক্রি করত দু'জনেই।

author-image
IE Bangla Web Desk
New Update
jadavpur university

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ৩০০ গ্রাম গাঁজা সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নারকোটিক দমন শাখা। পুলিশের অভিযোগ আব্বাসউদ্দীন লস্কর (৩৪) এবং আরাফত লস্কর (৩৩) বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে গাঁজা বিক্রি করতে এসেছিল।

Advertisment

ধৃত দুই ব্যক্তি জয়নগরের বাসিন্দা। পুলিশের বক্তব্য, বিগত তিন-চার মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন অঞ্চলে গাঁজা বিক্রি করত দু'জনেই।

Advertisment

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "মাদক চক্র গুলোর টার্গেট এখন পড়ুয়ারা। তাই শহরের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালানো হবে"।

শুক্রবার পার্ক স্ট্রিট অঞ্চল থেকে পড়ুয়াদের ব্রাউন সুগার সরবরাহ করার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ৫০০০০ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ।

Read the full story in English

West Bengal