Advertisment

'গোলি মারো' স্লোগানকাণ্ডে কলকাতায় গ্রেফতার আরও দুই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছে, রাতে ৩ জনকে গ্রেফতার করিয়েছি, প্রশাসন প্রশাসনের কাজ করবে’।

author-image
IE Bangla Web Desk
New Update
Two more held for ‘goli maaro’ slogan

অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কলকাতায় অমিত শাহের সভায় 'গোলি মারো' স্লোগান ঘিরে পুলিশের জালে গ্রেফতার আরও দুই। স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ঘিরে বিতর্কিত এই স্লোগান দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পর্যন্ত বিজেপি কর্মী গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ছ'জনে। কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে কলকাতার চেতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ সোনকর এবং উত্তর ২৪ পরগণা জেলার সোদপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রশান্ত সরকার নামে এক ব্যক্তিকে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "যারা সেদিন এ ধরনের স্লোগান দিয়েছিলেন তাঁদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করা হচ্ছে।"

Advertisment

আরও পড়ুন: ‘ভারত ভাগ হয়ে যাচ্ছে’, দিল্লির হিংসা কবলিত এলাকা দেখে বললেন রাহুল

এদিকে, সোমবারই কলকাতায় ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার অপরাধে সোদপুরের ঘোলা থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মী সুজিত বড়ুয়াকে। তাঁকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় (ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান, ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ৫০৫ (যিনি যে কোনও বিবৃতি, গুজব তৈরি করেন, প্রকাশ করেন বা প্রচার করেন), ৫০৬ (অপরাধের ভয় দেখানো) এবং ৩৪-এর আওতায় বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ‘সারাক্ষণ ঝগড়া করছে!’ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাগে অগ্নিশর্মা মমতা

এ প্রসঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছে, রাতে ৩ জনকে গ্রেফতার করিয়েছি, প্রশাসন প্রশাসনের কাজ করবে’। কাল কিছু লোককে আমি আইডেন্টিফাই করেছি। দিল্লির ভাষায় যারা 'গোলি মারো' বলেছেন এই ভাষা এই দানবিক, বেআইনি ভাষা। তাঁদের ছেড়ে দেওয়া হবে না। এটা কলকাতা, এটা দিল্লি নই ভাই"।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee amit shah
Advertisment