কলকাতা বিমানবন্দরে করোনা আতঙ্ক, তিন যাত্রীকে পাঠানো হল হাসপাতালে

কলকাতা বিমানবন্দরে ব্যাংকক ফেরত দুই যাত্রীকে পরীক্ষানিরীক্ষা করার সময়ই করোনা ভাইরাসের উপস্থিতির কথা রিপোর্টে উঠে আসে।

কলকাতা বিমানবন্দরে ব্যাংকক ফেরত দুই যাত্রীকে পরীক্ষানিরীক্ষা করার সময়ই করোনা ভাইরাসের উপস্থিতির কথা রিপোর্টে উঠে আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
corona virus in kolkata

চিন থেকে দিল্লি পৌঁছাল ৩২৪ ভারতীয়। ফাইল চিত্র।

বর্তমানে আতঙ্কের আরেক নামই হয়ে উঠেছে করোনা ভাইরাস। চিনের উহান প্রদেশ থেকে প্রভাব বিস্তার করেছে সে বিশ্বজুড়ে। ভারতে ইতিমধ্যেই করোনা ঠেকাতে গ্রহণ করা হচ্ছে সবরকম পরীক্ষানিরীক্ষা। সেই পরীক্ষার সময় কলকাতা বিমানবন্দরে ব্যাংকক ফেরত দুই যাত্রীকে পরীক্ষানিরীক্ষা করার সময়ই করোনা ভাইরাসের উপস্থিতির কথা রিপোর্টে উঠে আসে, সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য।যদিও পরে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘‘আতঙ্কের কোনও কারণ নেই। করোনা ভাইরাস পজিটিভ বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। তিন যাত্রীর দেহে করোনা ভাইরাসের লক্ষ্মণ দেখা গিয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে’’।

আরও পড়ুন: কলকাতায় ঐশীর জ্বালাময়ী ভাষণ, বিজেপি-আরএসএসকে তুলোধনা

Advertisment

এর আগে জানা গিয়েছিল , কলকাতা বিমানবন্দরে মোট তিনজনের পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে হিমাদ্রি বর্মণ এবং নগেন্দ্র সিংয়ের পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তৎক্ষণাৎ তাঁদের পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। ইতিমধ্যেই দুটি উড়ান সংস্থা তাঁদের কলকাতা থেকে চিন যাওয়ার উড়ানে স্থগিতাদেশ জারি করেছে। ৬ ফেব্রুয়ারি থেকে কম খরচের উড়ান সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে গুয়াংঝাউ যাওয়ার সমস্ত উড়ান বাতিল করেছে।

আরও পড়ুন: গরম পড়ছে? শীতের বিদায়ঘণ্টা বেজে গেল!

ইন্ডিগো বিমানবন্দরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর নির্দেশিকা মেনে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ৬ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২০ অবধি কলকাতা থেকে গুয়াংঝাউ এবং গুয়াংঝাউ থেকে কলকাতার সমস্ত উড়ান চলাচলে স্থগিতাদেশ রাখা হয়েছে।" ইন্ডিগোর পাশাপাশি চিনের ইস্টার্ন এয়ারলাইন সংস্থাও ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি তাঁদের উড়ান বাতিল করেছে। উল্লেখ্য, ১৭ জানুয়ারি থেকে যে সব যাত্রীরা চিন, হংকং, সিঙ্গাপুর এবং ব্যাংকক থেকে আসছেন তাঁদের প্রত্যেককেই পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন

coronavirus