Advertisment

Building Collapsed: মধ্যরাতে বিপর্যয় গার্ডেনরিচে, ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত অন্তত ৫, আহত বহু

মধ্যরাতে শহরে বড়সড় দুর্ঘটনা। নির্মীয়মান বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৫। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও চলছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও দমকল কর্তাদের শীর্ষ আধিকারিকরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।

author-image
IE Bangla Web Desk
New Update
Garden Reach Building Collapsed

কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লারবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। ছবি-সংগৃহীত

Building Collapsed in Garden Reach: মধ্যরাতে শহরে বড়সড় দুর্ঘটনা। নির্মীয়মান বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৫। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও চলছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও দমকল কর্তাদের শীর্ষ আধিকারিকরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম।

Advertisment

রবিবার মধ্যরাতে বড়সড় দুর্ঘটনা শহরে। কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লারবাগান এলাকায় ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে এই বিপর্যয় ঘটে। রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। আশেপাশে ছিল প্রচুর ঝুপড়ি। ফলে ঝুপড়ির উপরেই ভেঙে পড়ে নির্মীয়মান বহুতলের একটা বড় অংশ। মুহূর্তে তালগোল পাকিয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি।

ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকার্য। জানা গিয়েছে এখন পর্যন্ত ১৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে। সেখানেই তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলেছে।

ঘটনাস্থল যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় দমকল এবং উদ্ধারকারী দলকে ভিতরে যেতে বেগ পেতে হয়েছে। তবে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। গ্যাস কাটারের সাহায্যে কংক্রিটের চাঁই কেটে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

দীর্ঘদিন ধরেই গার্ডেনরিচ সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয়দের। এলাকার একাংশের বক্তব্য,চার তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দারা। কিন্তু সেই অনুরোধ কর্ণপাত না করার ফলেই ঘটে গিয়েছে এত বড় দুর্ঘটনা।

এলাকায় যে বহু বেআইনি নির্মাণ রয়েছে তা মেনে নিয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খান। সংবাদমাধ্যমকে ইন্দ্রনীল বলেছেন, “ এলাকায় বহু অবৈধ নির্মাণ। পুলিশ প্রশাসন বা কর্পোরেশন যদি সঠিকভাবে কাজ করত তাহলে এই দুর্ঘটনা হত না। রাজনীতি নয়, এখন মানুষের জীবন গুরুত্বপূর্ণ।”

Firhad Hakim kolkata police kolkata news
Advertisment