scorecardresearch

মুখ্য়মন্ত্রী মমতার কাছে জবাব তলব ‘ক্ষুব্ধ’ রাজ্য়পালের

”১৬৭নং অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই বিজ্ঞপ্তির গভীর তাৎপর্য আছে”।

coronavirus, করোনাভাইরাস, করোনা, mamata banerjee, মমতা, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, mamata letters to governor, রাজ্য়পালকে মমতার চিঠি, রাজ্য়পালকে ৫ পাতার চিঠি মমতার, মুখ্য়মন্ত্রীর চিঠি, jagdeep dhankar, রাজ্য়পাল, জগদীপ ধনকড়, ধনখড়, রাজ্য়পাল, coronavirus in bengal, pds scam, bengal governor, jagdeep dhankar, bjp mps under house arrest, tmc, indian express bangla news
মুখ্য়মন্ত্রী ও রাজ্যপাল।

কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে এবার নবান্ন বনাম রাজভবন সংঘাতের আবহ। মেয়াদ উত্তীর্ণ কলকাতা পুরসভায় বুধবার ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করা হয়। পুরসভায় প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়ে সরাসরি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশে টুইট করেছেন রাজ্য়পাল জগদীপ ধনকড়।

টুইটে ঠিক কী লিখেছেন রাজ্য়পাল?
জগদীপ ধনকড় লিখেছেন, ”মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায়, মুখ্য়মন্ত্রীর কাছে কলকাতা পুরসভায় ৬ মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সে সম্পর্কে জানতে চেয়েছি। ১৬৭নং অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই বিজ্ঞপ্তির গভীর তাৎপর্য আছে”।

এর আগে টুইটারে ধনকড় এ প্রসঙ্গে লিখেছিলেন, ”কলকাতা পুরসভা সম্পর্কে ৬ মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা এখনিও পাইনি। দেরি না করে এই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানো হোক। বিজ্ঞপ্তি যদিও সংবাদমাধ্য়মে ঘুরছে। মুখ্য়সচিবকে বলা হচ্ছে, বিজ্ঞপ্তি পাঠান। যে প্রক্রিয়ার মাধ্য়মে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হোক…”।

আরও পড়ুন: ‘ফিরহাদই ফিরহাদকে নিয়োগ করেছেন’!

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছে কলকাতা পুরভোট। এদিকে, পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে। এই প্রক্ষিতে বুধবার কলকাতা পুরসভায় ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমকেই ১৪ সদস্যের বোর্ডের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন, এই বোর্ড ৮ মে থেকে কাজ শুরু করবে।

এর আগে, একাধিক বিষয়ে রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের সংঘাতে সরগরম হয়েছে রাজ্য় রাজনীতি। ক’দিন আগে মুখ্য়মন্ত্রী বনাম রাজ্য়পালের পত্রযুদ্ধও চর্চিত হয়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ ঘিরে রাজ্য়পালের এহেন টুইট নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Kolkata news download Indian Express Bengali App.

Web Title: Wb governor jagdeep dhankhar mamata banerjee kmc