করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে পোস্ট করে সেকথা জানিয়েছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক। একইসঙ্গে গত এক সপ্তাহে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের দ্রুত করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি।
Advertisment
জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে জ্বর-সর্দি কাশিতে ভুগছিলেন বর্ষিয়ান এই নেতা। বুধবার তাঁর কোভিড টেস্ট হয়। বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। স্বস্তির বিষয় তাঁর পরিস্থিতি উদ্বেগজনক নয়। তবে উপসর্গ রয়েছে শরীরে।
৭৭ বছর বয়স রাজ্যের মন্ত্রীর। তাই করোনা পর্বে রাজ্যের সব প্রবীণ বিধায়ক-মন্ত্রীকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানীং করোনার দাপট কমায় ফের রাজনৈতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন শোভনদেব বাবু। গত মঙ্গলবার সরস্বতী পুজো উপলক্ষে অনেক মানুষের সংস্পর্শে আসেন তিনি। নিজের বাড়ি এবং তৃণমূল ভবনেও পুজো করেন। ওইদিন রাত থেকেই শরীর খারাপ হতে শুরু করে তাঁর।
শোভনদেববাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও উদ্বেগের কোনও কারণ নেই। তাঁর শ্বাসকষ্টের কোনও সমস্যা নেই। শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক। আপাতত ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনের বাড়িতেই থাকছেন মন্ত্রী। তাঁকে আইসলেশনে রাখা হয়েছে।