Advertisment

ছন্দে ফিরছে কলকাতা, আগামী ২৪ ঘণ্টায় মেঘ কাটার পূর্বাভাস

বিশেষ করে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, বৃষ্টি

ছবি: পল্লবী দে।

দেরিতে বর্ষা এলেও শনিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে শহর কলকাতা। রবিবার সকাল থেকে তেমন বৃষ্টি না হলেও এখনও শহরের একাধিক রাস্তা জলমগ্ন। তবে রবিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর।

Advertisment

একই সঙ্গে আবহাওয়া দফতর এও জানিয়েছে  গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোয় নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটারের) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের রাজ্যগুলোয় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

kolkata rain
Advertisment