সকালে রোদ-বৃষ্টির লুকোচুরি চলছে। তবে বেলা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে বজ্রপাতও। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনি ও রবিবার এই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সব দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে। যদিও বৃষ্টি হলেও কমবে না বাতাসের আদ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন- ‘খুঁজে খুঁজে বের করা হবে খুনিদের-পুলিশকেও রেয়াত নয়’, হুঁশিয়ারি শুভেন্দুর
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পশ্চিমী বায়ুর সক্রিয়তার জেরেই এই বৃষ্টি হবে। সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়িতে। গত কয়েকদিন বৃষ্টি কমেছে। তবে তার আগে সপ্তাহভর ভারী বৃষ্টি হয়েছে উত্তরের পাঁচ জেলায়। ধস নেমে বিপত্তি ঘটেছে। ফলে ফের বৃষ্টির পূর্বাভাসে বেশ কিছুটা আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার সকাল থেকে রোদের দেখা মিললেও কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন। এদিন মহানগরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কোটায় থাকার কথা। বাতাসে আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে প্রায় ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় গড়ে ১.৭ মিলিমিটার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন