Advertisment

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?

রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করেছে৷

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weathet forcast today 26 september 2021 cyclone gulab

রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷

Advertisment

চলতি বছরে স্বাভাবিক বর্ষা বঙ্গে৷ তবে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ এমনিতেই রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করেছে৷ সপ্তাহের শুরু থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন- Daily Horoscope, 23 August 2021: সিংহের জীবনে উন্নতি, ধ্বংসের পথে কর্কট! পড়ুন রাশিফল

অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম বাড়লেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ হিমালয়ের পাদদেশে ঢুকে পড়ছে মৌসুমী অক্ষরেখা৷ যার জেরেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

rain weather update West Bengal Weather Forecast
Advertisment