Advertisment

লাগামছাড়া দাম-বৃদ্ধি পেট্রোপণ্যের, অভিনব প্রতিবাদ বাস-মালিকদের, পথে তৃণমূল

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে চলে বিক্ষোভ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal bus owners and Tmc supporters protest against price hike of petrol, diesel at kolkata

পে়ট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ। দড়ি দিয়ে বাস টানছেন বাস মালিকরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল

একটানা পাঁচদিন কলকাতায় দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের ৭ জেলায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় আজ ফের লিটারে ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের নয়া দাম ১০৮ টাকা ১১ পয়সা। শহরে ডিজেলও সেঞ্চুরির ঠিক মুখে দাঁড়িয়ে। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের নতুন দাম ৯৯ টাকা ৪৩ পয়সা। পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে বাসমালিকরা। রবিবার কলকাতায় দড়ি দিয়ে বাস টেনে অভিনব কায়দায় প্রতীকী প্রতিবাদ পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিকদের সংগঠনের।অন্যদিকে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম-বৃদ্ধির প্রতিবাদে মিছিল, ধর্নায় তৃণমূল। নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে চলে বিক্ষোভ।

Advertisment

উত্‍সবের মরশুমে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিদ্যুত্‍ গতিতে দাম বাড়াচ্ছে জ্বালানি তেলের। প্রতিদিন দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদেল নেই কেন্দ্রীয় সরকারের। জ্বালানি তেলের লাগামছাড়া দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। প্রতিদিন বাজারে গিয়ে তা টের পাচ্ছে মধ্যবিত্ত। আকাশছোঁয়া দাম বৃদ্ধি শাক-সবজির। টমেটো কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। হু-হু করে দাম বাড়ছে আলু-পেঁয়াজের। একইভাবে দাম বাড়ছে মাছ-মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর।

publive-image
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে চলে বিক্ষোভ।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার কলকাতায় অভিনব কায়দায় বিক্ষোভ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিকদের সংগঠনের সদস্যরা। দড়ি দিয়ে বাস টেনে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বাসমালিকরা। অন্যদিকে, সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত মিছিল করে এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ দেখিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম। কলকাতার ২৮, ১৪, ২৭, ৩৮, ২৯, ১৫ ও ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরাও এদিন বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরও পড়ুন- এক মাস পার, কলকাতা হাইকোর্টের সঙ্গে সম্পর্কিত ২ বিচারপতির বদলি এখনও স্থগিত

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলা এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, 'বাংলা সিটিজেন্স ফোরাম এবং বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল পরিবারের সদস্য-সমর্থকরা রাজপথে। এই লাগাতার লাগামছাড়া মূল্যবৃদ্ধি মানা যায় না। করকাঠামোর নামে সংখ্যার জাগলারি করে মানুষকে ভাঁওতা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc kolkata news protest petrol diesel price Petrol-Diesel price Hike
Advertisment