West Bengal news today updates: অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী দুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করেছে মৌসুম ভবন। তবে বৃষ্টির আগে পর্যন্ত তাপমাত্রা কমছে না। আজও শহরে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ শতাংশ, নূন্যতম ৫০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, স্বাধীনতা দিবসের দিন থেকে টানা চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ এবং কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে কেএমডিএ-র তরফ থেকে কলকাতা ট্রাফিক পুলিশের কাছে জানানো হয়, উড়ালপুল পরীক্ষার জন্য চারদিন সময় লাগবে, ফলে তারা যেন উড়ালপুল বন্ধ রাখার বন্দোবস্ত করে। সেই মোতাবেক কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়, ১৫ থেকে ১৮ অগাস্ট অবধি বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। বিস্তারিত পড়ুন, বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল
অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন বুধবার ১২ দিনে পড়ল। সল্টলেকে বিকাশ ভবনের সামনে এই অনশন আন্দোলনে শামিল হয়েছেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। আজ নজরুল মঞ্চে জরুরি সভা ডাকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই মঞ্চে প্রাথমিক শিক্ষকদের জন্য বেশ কিছু নতুন ঘোষণা হতে পারে বলে মনে করছে শিক্ষামহল। সবিস্তারে পড়ুন, প্রাথমিক শিক্ষকদের জন্য কী ঘোষণা করতে চলেছেন শিক্ষামন্ত্রী?
প্রায় ২৩ মাস পর মনুয়াকাণ্ডে রায় ঘোষণা করল আদালত। অনুপম সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিতকে। আগামিকাল বারাসত আদালতে সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, এদিন সকাল থেকেই বারাসত আদালতে ভিড় জমিয়েছিলেন অনেকে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়ে এলাকায় পোস্টারও দেওয়া হয়। আদালতের রায় প্রসঙ্গে অনুপমের মা বলেন, ‘‘সর্বোচ্চ শাস্তি চাই’’। অনুপমের বাবাও বলেন, ‘‘ওদের মৃত্যুদণ্ড চাই’’। বিস্তারিত পড়ুন, অনুপম হত্যায় দোষী সাব্যস্ত মনুয়া ও তার প্রেমিক অজিত, কাল সাজা ঘোষণা
অসাবধানতার কারণে বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় হাতকাটা গেল এক বাসযাত্রীর। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার অন্তর্গত টালিগঞ্জের করুণাময়ী কালি মন্দির এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে আহতের নাম উৎপল কর্মকার। বছর পয়তাল্লিশের উৎপল কর্মকার নস্কর পাড়ার বাসিন্দা। এদিন সকালে হরিদেবপুর থেকে এস-৪সি বাসে ওঠেন তিনি। অভ্যাসবশত বিপদজনক জেনেও জানলায় হাত রেখে বসেছিলেন উৎপল। আর তার জেরে বাঁ হাতের কিছুটা অংশ জানলা দিয়ে বাইরে বেরিয়ে ছিল। সেইসময়ই ঘটে দুর্ঘটনাটি। সকাল নটা নাগাদ রাস্তার একেবারে গা ঘেঁষে থাকা নির্মীয়মাণ একটি বাড়ির পিলারে সজোরে ধাক্কা খায় উৎপল কর্মকারের বাম হাতটি। সঙ্গে সঙ্গেই হাত খুলে রাস্তায় ছিটকে পড়ে। সেই অবস্থাতেই তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে উৎপল কর্মকারের অবস্থা স্থিতীশীল, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজে বাংলার অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ‘‘তাঁদের সংগঠনের কেউ জড়িত থাকলে কড়া পদক্ষেপ করা হবে’’। অন্যদিকে, এবিভিপির রাজ্য নেতা সুবার হালদারের বক্তব্য, ‘‘নেত্রীর ২১ জুলাইয়ের বক্তব্যের মান্যতা দিতেই অধ্যাপকের ওপর হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন’’। বিস্তারিত পড়ুন, হুগলির কলেজে ধুন্ধুমার, অধ্যাপককে ‘বেধড়ক মার’ টিএমসিপির
ফের উত্তপ্ত ভাটপাড়া। এবার ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান সৌরভ সিং কে লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর অভিযোগ করল বিজেপি। সূত্রের খবর, বুধবার রাত দশটা নাগাদ ব্যারাকপুর লোকসভা সংসদের বাড়ি মজদুর ভবনের খুব কাছেই অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আনে বিজেপি। ঘটনার পর বুধবার রাতে জগদ্দল থানায় তৃণমূল নেতা প্রমোদ সিং, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে সৌরভ সিং। এদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।