West Bengal news today: মেট্রো কাণ্ডে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত, শহরে আসছেন রেল-কমিশনার

দরজায় সামান্য কিছুও আটকে গেলে মেট্রো চালু হওয়ার কথা না। সেখানে একজন মানুষের হাত আটকে যাওয়ার পরেও কী ভাবে মেট্রো চলতে শুরু করল, তাই নিয়ে উঠছে প্রশ্ন।

দরজায় সামান্য কিছুও আটকে গেলে মেট্রো চালু হওয়ার কথা না। সেখানে একজন মানুষের হাত আটকে যাওয়ার পরেও কী ভাবে মেট্রো চলতে শুরু করল, তাই নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
IE Bangla Web Desk
New Update
metro rail accident

মেট্রোয় মর্মান্তিক মৃত্যু ঘিরে শনিবার সন্ধে থেকে উত্তাল কলকাতা। শহরের মেট্রো নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে। শনিবার সন্ধে পৌনে সাতটার সময় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঘটে দুর্ঘটনা। মেট্রোর ভেতরে এক ব্যক্তির হাত আটকে যায়, অথচ দেহ থেকে যায় বাইরে। সেই অবস্থাতেই মেট্রো চলতে শুরু করলে মৃত্যু হয় ৬৬ বছরের সজল কাঞ্জিলালের। ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির মামলা রুজু হয়েছে শেক্সপিয়র সরণী থানায়। সবিস্তারে পড়ুন, ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেলে, দরজায় হাত আটকে মৃত এক। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisment

মেট্রো রেলে ম্ত্যুর ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্ত ভারতীয় রেলের। সোমবার মেট্রো পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শহরে আসছেন ভারতীয় রেলের নিরাপত্তা কমিশনার। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতিয় দন্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করল শেক্সপীয়র থানা।

কলকাতার নন্দরাম মার্কেটে ফের আগুন লাগে শনিবার দুপুর ৩টে নাগাদ। মার্কেট সংলগ্ন পাশের গোডাউনে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সে ব্যাপারে সচেষ্ট হয় দমকল। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে কীভাবে আগুন লাগে সে ব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। নন্দরাম মার্কেট পরিদর্শনে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু।

Advertisment

সূত্রের খবর, মার্কেটের ৯ তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আগুন লাগে বলে জানা যাচ্ছে। প্রথমে বহুতলটির জানলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে এরপর ইঞ্জিনের সংখ্যা আরও বাড়িয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

kolkata kolkata metro