/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/train-cancelled-759.jpg)
বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনে ছাড় দিচ্ছে ভারতীয় রেল।
West Bengal news today updates: সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজের কাজ চলার জেরে বাতিল হল দক্ষিণ পূর্ব শাখার বহু ট্রেন। এমনটি সময় বদলাচ্ছে বেশ কিছু ট্রেনের। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ট্রেনও। যাত্রীদের কথা মাথায় রেখে রবিবারে ভিড়ের চাপ কম থাকায় এই ফুটব্রিজের কাজের সময় বেছে নেওয়া হয়েছে বলা জানা যাচ্ছে। সকাল ১১.১৫ থেকে রাত ৯.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। আজ বাতিল হচ্ছে ৩০টির মতো লোকাল ট্রেনও।
এদিকে, শহরে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে। কালো মেঘে আকাশ মুখ ভার করলেও ভারী বর্ষণের আশা যেন শত হস্ত দূরেই। রবিবারে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবির দাপটও কিছু কম থাকবে না বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্ধাধিক ৯৫ শতাংশ নূন্যতম ৬৬ শতাংশ।
এদিকে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় সিবিআই-এর সমন পেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অগাস্টের প্রথম সপ্তাহে গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দেবেন ডেরেক, যেখানে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের জড়িত থাকার একাধিক অভিযোগ বারবার এনেছে বিজেপি। দলীয় নেতাদের হেনস্থা করতে সিবিআই-এর অপব্যবহার করা হচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল। বিস্তারিত পড়ুন, কেন তৃণমূলের পিছু ছাড়বে না সারদা
বঙ্গ বিজেপির গেরুয়া শিবিরের দায়িত্ব পাওয়ার পরেই বিভিন্ন ইস্যুতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। এবার বঙ্গে বিজেপি কর্মী খুন এবং কাটমানি নিয়ে তরজায় সরাসরি তৃণমূল সুপ্রিমোকেই দুষলেন কৈলাশ। শনিবার হুগলীতে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়বর্গীয় বলেন, “বাংলায় পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করছে। আমাদের দলের কর্মীদের মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ আমাদের কর্মীদেরই গ্রেফতার করছে। পশ্চিমবঙ্গের জন্য এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজেই”। সবিস্তারে পড়ুন, ‘কাটমানির সব দায় মমতার’
লোকসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভায় গেরুয়া ঝড় থামাতে তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই কর্মী সমর্থকদের সংগঠিত হওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করার পর সোমবার ফের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, দলের একদম নীচু তলার কর্মীরা কী কী করবেন আর কী কী করবেন না সে ব্যাপারে স্পষ্ট বার্তা মমতা সোমবার দিতে পারেন। এছাড়াও কিছু নতুন উদ্যোগ এবং বেশ কিছু সাংগঠনিক রদবদলও ঘটাতে পারেন দলনেত্রী, এমনটাই জানা যাচ্ছে। সবিস্তারে পড়ুন, কী করতে হবে, কী করা যাবে না, নির্দেশ দেবেন মমতা
সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজের কাজ চলার জেরে বাতিল দক্ষিণ পূর্ব শাখার বহু ট্রেন। সময় বদলাচ্ছে বেশ কিছু ট্রেনের। সকাল ১১.১৫ থেকে রাত ৯.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। দেখে নেওয়া যাক বাতিল টেনের তালিকা
করমন্ডল এক্সপ্রেস
তিরুপতি এক্সপ্রেস
শালিমার-উদয়পুর এক্সপ্রেস
ভুবনেশ্বর-শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-শতাব্দী পুরী এক্সপ্রেস
ইস্ট-কোস্ট এক্সপ্রেস
বাতিল হচ্ছে ৩০টি লোকাল ট্রেনও। এমনকি সময়সূচী বদলাচ্ছে বহু ট্রেনেরও। এর মধ্যে আছে জগন্নাথ এক্সপ্রেস,মুম্বই মেল, যশবন্তপুর এক্সপ্রেস