New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/landslide-759.jpg)
West Bengal news today updates: কয়েকদিনের বৃষ্টিতে ধস পাহাড়ে (প্রতীকী ছবি)
West Bengal news today updates: আজ রাত পৌনে নটা নাগাদ এয়ারপোর্টমুখী যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় উল্টোডাঙা উড়ালপুল।
West Bengal news today updates: কয়েকদিনের বৃষ্টিতে ধস পাহাড়ে (প্রতীকী ছবি)
West Bengal news today updates: একটানা বৃষ্টির ফলে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে কয়েকদিন ধরেই। ফলস্বরূপ যোগাযোগ বিছিন্ন পাহাড়-সমতলের। শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক-ডুয়ার্সের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে ধসের কারণে। জানা যাচ্ছে, কালীঝোড়া ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামার ফলে বন্ধ শিলিগুড়ি-গ্যাংটকের যোগাযোগ। এমনকি কয়েকদিনের টানা বৃষ্টিতে ধস নেমেছে মংপংয়ে, তার জেরে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্মচাপ ক্রমশ উত্তরবঙ্গের দিকে সড়ায় বৃষ্টিপাতের এই বাড়বাড়ন্ত। এদিকে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হওয়ায় গ্যাংটকে আটকে বহু যাত্রী।
অন্যদিকে হাওয়া গরম বঙ্গ রাজনীতিতে। সিঙ্গুরের ফিরিয়ে দেওয়া জমিতে কৃষিকাজ তেমন ভাল হচ্ছে না, বুধবার এ কথা স্বীকার করে নিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে সিঙ্গুরের ভূমিকা বিরাট। তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি শক্ত করেছিল সিঙ্গুরের জমি আন্দোলন। মমতা কথা দিয়েছিলেন, ক্ষমতায় এসে জমি ফিরিয়ে দেবেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই বিরোধীনেত্রী হিসাবে দেওয়া সেই প্রতিশ্রুতি পালন করতে সমর্থ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বিস্তারিত পড়ুন, চাষে অনীহা সিঙ্গুরের, স্বীকার করলেন মমতা
এবার উচ্চমাধ্যমিকে নয়া বিধি। বদল ঘটতে চলেছে বারো ক্লাসের প্রশ্নপত্রের কাঠামোয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুধবার জানান হয় যে ২০২০ সালেই নয়া প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। এতদিন প্রশ্ন ও উত্তরপত্র পৃথক হত, কিন্তু এবার থেকেই প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে উত্তর। মূলত এটিই বদল। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিস্তারিত পড়ুন, বড় বদল, উচ্চমাধ্যমিকে আর থাকছে না পৃথক উত্তরপত্র
দুদিন সম্পূর্ণ বন্ধ থাকার পর আজ রাত অন্দাজ পৌনে নটার সময় খুলে দেওয়া হলো উল্টোডাঙা উড়ালপুলের এয়ারপোর্টগামী দিক। মঙ্গলবার ব্রিজের একটি স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক এড়ালেন সব্যসাচী দত্ত ও শোভন চট্টোপাধ্যায়। ২১ জুলাইয়ের আগে তৃণমূল ভবনে দলের বিধায়কদের বৈঠকে গেলেন না বিধাননগরের বর্তমান ও কলকাতার প্রাক্তন মেয়র। উল্লেখ্য, সম্প্রতি সব্যসাচী-তৃণমূল সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। বিধাননগরের মেয়রের বিরুদ্ধে অনাস্থা এনেছে তাঁর দল তৃণমূলই। এই প্রেক্ষাপটে তৃণমূলনেত্রীর বৈঠকে সব্যসাচীর গরহাজির হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সবিস্তারে পড়ুন, মমতার বৈঠকে গরহাজির সব্যসাচী-শোভন
গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ বিপদসীমার ওপর দিয়ে বইছে অজয় নদী। কমপক্ষে ৫০টি গ্রামের স্থানীয় বাসিন্দারা এই মুহুর্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে নিম্মচাপ অক্ষরেখার জেরে আরও চারদিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে।
তৃণমূলে যখন কাটমানি নিয়ে ধুন্ধুমার চরমে, ঠিক তখনই রবীন্দ্রনাথের ‘তোমার ন্যায়ের দন্ড’ কবিতার এই বহু চেনা শেষ দুটি পংক্তিই যেন অনুরণিত হল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। বৃহস্পতিবার কাটমানি নিয়ে বিধানসভায় মুখ খুললেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষা ও পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাটমানি যাঁরা নিয়েছেন এবং দিয়েছেন, উভয়েই আইনের চোখে দোষী বলে এদিন মন্তব্য করেছেন পার্থ। যাঁরা কাটমানি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এ ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা ছিল না। সবিস্তারে পড়ুন, যাঁরা কাটমানি নিয়েছেন এবং দিয়েছেন, দু’জনেই দোষী: পার্থ
হালিশহর পুরসভা নিয়ে জোর দড়ি টানাটানি শুরু হল তৃণমূল-বিজেপির মধ্যে। দু’দিন আগেই তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া হালিশহর পুরসভার ৮ জন কাউন্সিলরকে ‘ঘর ওয়াপসি’ করান মমতার নেতৃত্ব। তারপরই হালিশহর পুরসভা পুনর্দখলের দাবি জানিয়ে বিজেপিকে জোর টক্কর দেয় তৃণমূল। শাসকদলের এই চালে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একদা তৃণমূলের ‘২ নম্বর’ তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। বুধবার মুকুল রায় জানিয়ে দিলেন, ‘‘হালিশহরে শীঘ্রই অনাস্থা আনা হবে, বিজেপির দখলেই থাকবে হালিশহর’’। অন্যদিকে, হালিশহরের পাশাপাশি কাঁচরাপাড়া পুরসভারও কয়েকজন কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা ছড়ায় বঙ্গ রাজনীতিতে। বিস্তারিত পড়ুন, হালিশহরের দখল নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ মুকুলের
ছ’বছর আগে ভেঙে পড়েছিল উল্টোডাঙা উড়ালপুল। সেই উড়ালপুলে নতুন করে ফাটল দেখা দেওয়ায় থেমে গেল গাড়ির চাকা। ফাটলের জেরে উড়ালপুলে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) এক আধিকারিকের তরফে জানানো হয় মঙ্গলবার উড়ালপুলের রুটিন চেকআপ করার সময়ই পিয়ার ক্যাপের নীচে একটি ফাটল ধরা পড়ে। তবে এজন্য সাধারণকে উদ্বিগ্ন হতে বারণ করছেন কেএমডিএর কর্মকর্তারা। তাঁদের বক্তব্য, “যেখানে গোলযোগের সূত্র সেটি চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং যত দ্রুত সম্ভব তা ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। যতক্ষণ না সম্পূর্নভাবে কাজটি শেষ হচ্ছে ততক্ষণ উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে”। বিস্তারিত পড়ুন, ফাটলের জেরে বন্ধ উল্টোডাঙা উড়ালপুল, যানজটে নাকাল যাত্রীরা
আজ মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের আজ নৈশভোজে আমন্ত্রন জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। রাজভবন সূত্রে বলা হয়েছে, সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্যই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। আজ রাত ৮টায় রাজভবনের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয় রাজভবনের এই নৈশভোজে। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হয় বিধানসভার বিরোধী দলের নেতাদেরও। উল্লেখ্য, আগামী ২৩ জুলাই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তাই এই নৈশভোজকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজভবন সূত্রে অবশ্য বলা হয়েছে এই নৈশভোজের আয়োজন পূর্ব পরিকল্পিত। সেই মতোই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানানো হয় রাজভবনের তরফে।
উত্তরবঙ্গ ভাসলেও এখনই বৃষ্টিতে ভাসছে না দক্ষিণবঙ্গ। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অবিরাম বৃষ্টিতে দার্জিলিংয়ের তিনধরিয়ায় ধসে তলিয়ে যায় একটি বাড়ি, ট্রাক এবং একটি মোটরবাইক। বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়ক। এমনকি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয়ট্রেন সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাহাড়ে অব্যাহত বিপর্যয়। টানা আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে ধস নেমেছে ১০ নং কালিঝোড়া ১০ নম্বর জাতীয় সড়ক সহ একাধিক এলাকায়। এর মাঝেই বৃষ্টিতে পাহাড়ের কাদামাটি ধুয়ে দার্জিলিং যাওয়ার একাধিক রাস্তায় ভেঙ্গে পড়েছে গাছ। সূত্রের খবর, পূর্ত দফতরের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার কাজ চালিয়ে গেলেও বিভিন্ন জায়গায় ভেঙ্গে পড়া গাছ সড়াতে সময় লাগছে। এমনকি পর্যটকদের উদ্ধার করার জন্য যে বাস পাঠানো হয়েছে সেটিও মাঝরাস্তাতেই আটকে পড়েছে বলে খবর। দার্জিলিংয়ে আটক পর্যটকদের ফিরিয়ে আনতে যথাসাধ্যে চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল। এদিকে ধস নামায় সিকিম যাওয়ার রাস্তায় আটকে গ্যাস সিলিন্ডারের গাড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি।
কয়েকদিনের টানা বৃষ্টিতে ধস নেমেছে মংপংয়ে, তার জেরে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে আওহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্মচাপ ক্রমশ উত্তরবঙ্গের দিকে সড়ায় বৃষ্টিপাতের এই বাড়বাড়ন্ত। একটানা বৃষ্টির ফলে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। আটকে পড়েছেন বহু পর্যটকেরা।
ভারী বৃষ্টির মাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের গাড়ি। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সেবকের কোরোনেশন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত গাড়ির চালক বা ড্রাইভার, কারওরই খোঁজ মেলেনি। তল্লাশি শুরু করেছে সেবক থানার পুলিশ। এদিকে টানা বৃষ্টিতে জলস্তর ক্রমশই বাড়ছে তিস্তার। ফলে তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার করতেও সমস্যা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। রয়েছে ভারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও। বৃষ্টির জন্য এলাকায় বিভিন্ন জায়গায় ধসও নেমেছে। সমতলের সঙ্গে কার্যত যোগাযোগ বিছিন্ন পাহাড়ের।