ফের করোনা আক্রান্ত মন্ত্রী সুজিত বসু, ২০২০-র পর এই নিয়ে দ্বিতীয়বার

রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালই রাজ্যের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালই রাজ্যের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal Minister Sujit Basu infected in Coronavirus geting isolation at home

করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু।

ফের করোনা আক্রান্ত হলেন মন্ত্রী সুজিত বসু। এই নিয়ে রাজ্যের দমকলমন্ত্রী দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন। সুজিত বসুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এর আগে ২০২০ সালেও করোনা আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু।

Advertisment

গতকালই রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নতুন করে গতকাল সংক্রমিত হয়েছিলেন ১৮,২১৩ জন। রাজ্যে সুস্থতার হার কমে বর্তমানে ৯৫.৮৪%। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৫১,৩৮৪।

গতকাল শুধু কলকাতা শহরেই নতুন করে ৭৪৮৪ জন সংক্রমিত হয়েছেন। কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩১১৮ জন। পাল্লা দিয়ে সংক্রমণ বেড়েছে হাওড়াতেও। গতকাল হাওড়া জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬০ জন।

আরও পড়ুন- রাজ্যের করোনা দৌড় অব্যাহত! একদিনে সংক্রমিত ১৮ হাজার পার, কলকাতায় মৃত ৭

Advertisment

রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য-সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ করোনায় কাবু। শাসক-বিরোধী দলের নেতা-নেত্রীরাও করোনা আক্রান্ত হচ্ছেন। পরপর তিনবার করোনা আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। একইভাবে বিজেপিনেত্রী অগ্নিমাত্রা পালও তিনবার করোনা আক্রান্ত হয়েছেন। ২০২০ সালে করোনা আক্রান্ত হওয়ার পর এবার দমকলমন্ত্রী সুজিত বসুও ফের একাবার করোনা আক্রান্ত হলেন।

গোটা দেশে ছড়াচ্ছে করোনা। গতকালই আন্তর্জাতিক যাত্রীদের জন্য নয়া গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশি যাত্রীদের সঙ্গেই এদেশে ঢুকেছে ওমিক্রন, আশঙ্কা এমনই। এবার তাই বিদেশ থেকে ভারতে এলেই ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।

West Bengal coronavirus Kolkata corona