Advertisment

‘খেলার মাঠে হাত পড়লে, কব্জি কেটে নেওয়া হবে’, জমি হাঙরদের কড়া বার্তা মদনের

Madan Mitra: ফেসবুকে লাইভ করে প্রাক্তন পরিবহণমন্ত্রী আরও বলেন, ‘যদি ওরা আমাকে কিনতে চায়, আমি বলব সেটা সম্ভব না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Madan Mitra summoned by cbi on icore case today

তৃণমূল বিধায়ক মদন মিত্র ফাইল ছবি।

Madan Mitra: জমি হাঙরদের হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে বিতর্ক করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। খেলার মাঠে হাত পড়লে প্রয়োজনে গণআন্দোলন তইরির হুঁশিয়ারি দেন মদন মিত্র। তাঁর অভিযোগ, ‘তৃণমূলের ছত্রছায়ায় কয়েকজন বেলঘরিয়ার মেঘনাদ মাঠে নির্মাণ বহুতল তৈরি করতে চাইছে। খেলার মাঠে কয়েকজন দুষ্কৃতী নির্মাণকাজ করতে চাইছে। আমি এবং স্থানীয় সাংসদ সৌগত রায় মিলে সেই মাঠের সৌন্দর্যায়নে হাত দিয়েছি। তিন জনের নাম উঠে এসেছে। ওরা আমার নজরে আছে। প্রয়োজনে থানায় গিয়ে এফআইআর করব। পুলিশ ব্যবস্থা না নিলে মাঠ বাঁচাতে গণ আন্দোলন শুরু করব।‘

Advertisment

এখানেই শেষ নয়। ফেসবুকে লাইভ করে প্রাক্তন পরিবহণমন্ত্রী আরও বলেন, ‘যদি ওরা আমাকে কিনতে চায়, আমি বলব সেটা সম্ভব না। এটা আমার শেষ হুঁশিয়ারি। জমিতে একটা আঙুল পড়লে কব্জি থেকে হাত কাটা যাবে। দরকার হলে মুখম্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে অভিযোগ করব। বলব, কীভাবে দলের নাম খারাপ করতে এসব চলছে।‘

তাঁকে সমর্থন করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তবে হাত কেটে নেওয়া মন্তব্যকে সমর্থন করেনি পার্থবাবু। পরে ভুল বুঝতে পেরে মদন মিত্র বলেন, ‘আমার উচিত হয়নি এই ধরনের মন্তব্য করার। তবে এরা এই ভাষা বোঝে। শাসক দলের বিধায়ক হিসেবে আরও সংযত হওয়া উচিত।‘

বেলঘরিয়াজুড়ে জমি হাঙরদের উৎপাত প্রশ্নে তিনি বলেছেন, ‘নৈহাটির থেকে বেলঘরিয়ায় এদের উৎপাত বেশি। ইতিমধ্যে এলাকার ৩০টি জলাশয় বুজিয়ে তাঁরা আবাসন তৈরি করে ফেলেছে।‘ এদিকে, মদন মিত্রের পাশে দাঁড়িয়েছেন সেই এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Playground Madan Mitra tmc
Advertisment