Kolkata Crime News: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। তার মধ্যেই ফের এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হল খাস কলকাতায়। বুধবার সকালে আনন্দপুর থানা এলাকায় ঝোঁপের মধ্যে এক অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
বুধবার সকাল ৬টা নাগাদ আনন্দপুরের নোনাডাঙা এলাকার প্রাতঃভ্রমণকারীরা প্রথম দেখতে পান মহিলার দেহ। ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মহিলার দেহ। মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে আনন্দপুর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়দের দাবি, মহিলা এলাকার বাসিন্দা নন। আগে তাঁকে কখনও এখানে দেখা যায়নি বলে তাঁদের দাবি। প্রাথমিকভাবে অনুমান, মহিলাকে খুন করে ভোরের দিকে কেউ বা কারা ঝোপের ধারে ফেলে রেখে চলে গেছে। পুলিশ সূত্রে খবর, কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়ে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে। আশেপাশে যত সিসি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আনন্দপুর এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। যেখানে দেহ পাওয়া গিয়েছে, সেই জায়গায় কোনও আলো নেই। রাতে ঘুটঘুটে অন্ধকার থাকে। সেই সুযোগেই দেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগে সরব এলাকাবাসী।
আরও পড়ুন সুপ্রিম ভর্ৎসনায় 'ঘুম ভাঙল' পুলিশের, তড়িঘড়ি কড়া পদক্ষেপ লালবাজারের
প্রসঙ্গত, এই আনন্দপুর এলাকাতেই গত ২৬ জুলাই আরিফ খান নামে এক প্রোমোটারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছিল। কলকাতা মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সেই ঘটনায় মহম্মদ জাকির নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই ঘটনার এক মাসের মধ্যেই ফের আনন্দপুরে দেহ উদ্ধার হল।