Durga Puja date, time 2019:
প্রতি বছর আসে, তাও এই উৎসবকে নিয়ে বাঙালির উন্মাদনা কমে না কখনও। আজ ষষ্ঠী। মা-এর বোধন হয়ে গেল। সাজো সাজো রব পাড়ার মণ্ডপ থেকে শুরু করে বড় বড় ক্লাবে। বাঙালির যাপনের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িয়ে দুর্গা পুজো। ধর্মীয় নয়, বরং সামাজিক যাপনেরই অংশ এই শারদোৎসব।
জেনে নিন ২০১৯ সালের পুজোর দিনক্ষণ, নির্ঘণ্ট
এবার পুজো বেশ কিছুটা আগেই। পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়া হল ২৮ সেপ্টেম্বর। দেবীপক্ষ শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর।
মহাপঞ্চমী ১৫ আশ্বিন/ ৩ অক্টোবর দুপুর ৩টে ১২ মিনিট পর্যন্ত
মহাষষ্ঠী ১৬ আশ্বিন/ ৪ অক্টোবর দুপুর ২ টা ২৬ মিনিট পর্যন্ত
মহাসপ্তমী ১৭ আশ্বিন/ ৫ অক্টোবর দুপুর ২টা ৮ মিনিট পর্যন্ত
মহাষ্টমী ১৮ আশ্বিন/ ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিট পর্যন্ত
(সন্ধি পুজোর সময় হল অষ্টমীর দুপুর ১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত)
মহানবমী ১৯ আশ্বিন/ ৭ অক্টোবর দুপুর ৩ টে ৬ মিনিট পর্যন্ত
বিজয়া দশমী ২০ আশ্বিন/ ৮ অক্টোবর দুপুর ৪ টে ২০ মিনিট পর্যন্ত