Advertisment

Kali Puja 2024: নিশিতা কালে কালীপুজোর এটাই শুভ মুহূর্ত, জানুন অমাবস্যা তিথির শুরু এবং শেষ

Goddess Kali Pujo - Diwali 2024: দুয়ারে দীপান্বিতা কালীপুজো। আলোর উৎসবের আগে অনেকেই বিভ্রান্ত যে কালীপুজোর নিশিতা কাল, অমাবস্যা তিথি কখন শুরু এবং শেষ, জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Kali Puja 2024: এবছর কালীপুজোয় অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ

Kali Puja 2024: এবছর কালীপুজোয় অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ

Bengali Kali Puja Nishita Time, Amavasya Tithi Begins and End Time: দীপাবলি বা দীপাবলির উৎসবে হিন্দু ভক্তরা দেবী লক্ষ্মীর উপাসনা করেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমের মতো অঞ্চলের লোকেরা মা কালীর পুজো করেন। পাঁচ দিনের দীপাবলি উদযাপনের সময়, দেবী কালীর ২ বার পুজো করা হয় - একবার নরক চতুর্দশীতে এবং দীপাবলিতে অমাবস্যার রাতে।

Advertisment

বিশ্বাস অনুসারে, যখন ভক্তরা দেবী কালীর পূজা করেন তখন তাঁরা ভয়, কষ্ট এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পান। এটা বিশ্বাস করা হয় যে দেবী কালীর আরাধনা করলে অন্বেষী তন্ত্র-মন্ত্রের সব ধরনের ভয়, ঝামেলা এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। দীপাবলির রাতে কালীপুজোর শুভ সময় ও গুরুত্ব জানুন।

Kali Puja Nishita Time-কালীপুজো ২০২৪ নিশিতা কাল

কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপাবলির রাতে কালীপুজো এবছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভারতের অধিকাংশ মানুষ যখন দীপাবলিতে দেবী লক্ষ্মীর পুজো করেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমে, ভক্তরা দীপাবলির রাতে অমাবস্যা তিথিতে দেবী কালীর পুজো করেন। কালীপুজো শ্যামাপুজো নামেও পরিচিত।

Amavasya Tithi Begins-কালীপুজো ২০২৪ অমাবস্যা তিথি

কার্তিক অমাবস্যার তিথি শুরু - ৩১ অক্টোবর ২০২৪, দুপুর ৩.৫২ মিনিট

কার্তিক অমাবস্যার তিথি শেষ - ১ নভেম্বর ২০২৪, সন্ধে ৬.১৮ মিনিট

কালীপুজোর নিশিতা কাল সময় – রাত ১১.২৯ মিনিট – গভীর রাত ১২.৩১ মিনিট
সময়কাল - ৫২ মিনিট

আরও পড়ুন ৩০ না ৩১ অক্টোবর, এবছর ভূত চতুর্দশী কবে? পুজোর শুভ মুহূর্ত কখন জানুন

কালীপুজোর গুরুত্ব (Kali Puja significance)

দেবী দুর্গার দশ মহাবিদ্যার মধ্যে মা কালী একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন। দেবী কালীকে শক্তির মূর্ত রূপ বলে মনে করা হয়। কালীপুজো করলে সকল প্রকার ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়। তন্ত্র চর্চাকারীরা মহাকালীর সাধনাকে আরও কার্যকর বলে মনে করেন। এই পুজো করলে মানুষের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়। রাহু, কেতু এবং শনির অশুভ প্রভাব এড়াতে কালীপুজোকে উপযুক্ত বলে মনে করা হয়।

আরও পড়ুন হাতে মাত্র ২ ঘন্টা! ভাইফোঁটার 'শুভ সময়ে' ভাইয়ের কপালে দিন মঙ্গল তিলক!

কালীপুজোর বিধি (Kali Puja Bidhi)

মা কালী দুটি উপায়ে বিদ্যমান। একটি সাধারণ পুজো এবং অন্যটি তন্ত্রপুজো। সাধারণ পুজো যে কেউ করতে পারেন। মাতা কালীর সাধারণ পুজোয় ১০৮টি জবা ফুল, ১০৮টি বেল পাতা ও মালা, ১০৮টি মাটির প্রদীপ এবং ১০৮টি দূর্বা দেওয়ার প্রথা রয়েছে। এছাড়া মরশুমি ফল, মিষ্টি, খিচুড়ি, পায়েস, ভাজা সবজি-সহ নানা খাবার দেবীকে নিবেদন করা হয়। এই উপাসনা পদ্ধতির মধ্যে রয়েছে সকাল থেকে উপবাস এবং রাতে অন্ন প্রদান, হোম-যজ্ঞ এবং পুষ্পাঞ্জলি প্রদান ইত্যাদি।

আরও পড়ুন ধনতেরাসে সোনা কেনার আগে দেখে নিন সোনার দাম, জানুন কোন সময়ে কিনলে মিলবে দেবী লক্ষ্মীর আর্শীবাদ?

Kali Puja Diwali diwali 2024 Maha Kali Puja 2024 Kali Puja 2024
Advertisment