কিং খানের পরামর্শ অভিভাবকদের, আপনার খুদের জন্য রইল কিছু বাদশাহী টিপস
কিং খানের ৫৩ তম জন্মদিনে তাঁর কায়দায় রইল কিছু পেরেন্টিং টিপস। আব্রাহাম, আরিয়ান আর সুহানাকে ঠিক কেমনভাবে বড়ো করছেন বাদশা? খুদেরাই বা কেমন করে বেড়ে উঠছে তাঁর সান্নিধ্যে?
কিং খানের ৫৩ তম জন্মদিনে তাঁর কায়দায় রইল কিছু পেরেন্টিং টিপস। আব্রাহাম, আরিয়ান আর সুহানাকে ঠিক কেমনভাবে বড়ো করছেন বাদশা? খুদেরাই বা কেমন করে বেড়ে উঠছে তাঁর সান্নিধ্যে? বাবা হিসাবে কেমন তিনি? কিং খানের অন্দরমহলের এমনই কিছু হালহকিকত রইল আপনার জন্য। নিজের খুদেটিকেও বাদশাহী কায়দায় মানুষ করুন আপনিও।
Advertisment
প্রতিটা খুদের উচিৎ নিজেদের গান শোনা, নিজেদের গান গাওয়া, পাশাপাশি উচিৎ নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোয় বিশ্বাস রাখা। অন্তত এমনটাই মনে করছেন কিং খান।
এসআরকের কথায়, তিনি তাঁর প্রয়াত বাবার মতোই চেষ্টা করেন যাতে নিজের সন্তানদের শৈশবটা ধরে রাখা যায় অনেকটা সময়। বাবা হিসাবে সন্তানদের শৈশব সুন্দর করাই অন্যতম কর্তব্য বলে মনে করছেন তিনি।
19Sept. Like my dad(RIP),my only duty 2 my kids is 2 delay the onset of their adulthood as much as possible.Retain purity of their childhood
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তিনি অতিরিক্ত রক্ষণশীল নন, তাঁর কথা শুনে বা তাঁকে দেখে এমনটা মনে হলেও তিনি ছোটদের সঙ্গে একেবারেই এমনটা নন। তাঁর কথায় হয়ত ছোটোদের আগলে রাখ যায় অনেকটা সময় ধরেই। তবে ওদের হয়ে জীবনযাপন করা সম্ভব নয় একেবারেই। তাই ওদের একা বাঁচতে দিতে হবে। বলার অপেক্ষা রাখে না, এই বার্তা প্রত্যেক অভিভাবককে সাহায্য করবে।
তিনি আরও বলেন, "আমাদের সন্তানরা আমাদের দায়িত্ব নয় কখনই। তারা আমাদের ক্ষমতার একটি অংশ মাত্র।"
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন