/indian-express-bangla/media/media_files/2025/10/30/desert-2025-10-30-16-47-26.jpg)
Most Beautiful Deserts: বিশ্বের সুন্দর ৭টি মরুভূমি।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/desert-1-2025-10-30-16-49-42.jpg)
মরুভূমি কি শুধুই বালির ঢিবি?
Most Beautiful Deserts: মরুভূমি শুনলেই অনেকের চোখে ধুলোর ঝড় আর নির্জন বালির মাঠের দৃশ্য ভেসে ওঠে। কিন্তু প্রকৃতির এই শুকনো ভূমিই অনেক সময় হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর জায়গাগুলির একটি। আকাশ আর বালির সীমাহীন প্রান্তরে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে নিজের অস্তিত্ব কত ক্ষুদ্র। আজ জেনে নিন পৃথিবীর সাতটি এমন মরুভূমির কথা, যেগুলি প্রকৃতির একেকটি বিস্ময়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/1-sahara-desert-africa-2025-10-30-16-50-59.jpg)
আফ্রিকার সাহারা মরুভূমি (Sahara Desert, Africa)
বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা ১১টি দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে আছে। সূর্যোদয়ের সময় এর সোনালি বালির টিলা যেন গলে যাওয়া সোনার মত উজ্জ্বল হয়ে ওঠে। এখানে রয়েছে যাযাবর উপজাতি, প্রাচীন পেট্রোগ্লিফ এবং মরীচিকার মত মরুদ্যান। জলবায়ু পরিবর্তনের ফলে সাহারা প্রতিমাসে আধমাইল করে বাড়ছে। কীভাবে যাবেন? মারাকেশ, কায়রো বা টিউনিসে উড়ে গিয়ে স্থানীয় মরুভূমি ট্যুর বুক করুন।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/atacama-desert-chile-2025-10-30-16-51-37.jpg)
চিলির আতাকামা মরুভূমি (Atacama Desert, Chile)
পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা বলে পরিচিত আতাকামা মরুভূমিতে কিছু এলাকায় কয়েক দশক ধরে বৃষ্টি হয়নি। ফ্লেমিঙ্গো ভরা লবণ হ্রদ, গোলাপি সূর্যাস্ত আর নক্ষত্রখচিত রাত এটিকে এক অন্য জগৎ বানিয়েছে। নাসা তাদের মঙ্গলযান এখানেই পরীক্ষা করে। কীভাবে যাবেন? ক্যালামা বিমানবন্দর থেকে সান পেদ্রো দে আতাকামা পর্যন্ত গাড়িতে যাওয়া যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/3-namib-desert-namibia-2025-10-30-16-52-22.jpg)
নামিবিয়ার নামিব মরুভূমি (Namib Desert, Namibia)
প্রায় ৫৫ মিলিয়ন বছর পুরোনো নামিব পৃথিবীর প্রাচীনতম মরুভূমি। সসুসভ্লেই অঞ্চলের লাল টিলাগুলো সূর্যের আলোয় সোনালি থেকে গাঢ় লাল হয়ে ওঠে। এই অঞ্চল ফটোগ্রাফারদের স্বপ্নের গন্তব্য। কীভাবে যাবেন? উইন্ডহোক বিমানবন্দর থেকে সাফারি ট্যুরের মাধ্যমে নামিবের কেন্দ্রে যাওয়া যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/wadi-rum-jordan-2025-10-30-16-53-08.jpg)
জর্ডনের ওয়াদি রাম (Wadi Rum, Jordan)
'চন্দ্রের উপত্যকা' (Valley of the Moon) নামে পরিচিত এই মরুভূমির লাল পাথরের ক্লিফ আর বালির উপত্যকা যেন অন্য গ্রহের দৃশ্য। বহু হলিউড সিনেমা (যেমন The Martian) এখানে শুট হয়েছে। তারাভরা রাতে তাঁবুতে থাকার অভিজ্ঞতা সত্যিই অনন্য। আম্মান থেকে চার ঘণ্টার গাড়ি পথে পৌঁছানো যায় বা পেট্রা থেকে স্থানীয় ক্যাম্প বুক করা যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/gobi-desert-mongolia-and-china-2025-10-30-16-54-49.jpg)
মঙ্গোলিয়া এবং চিনের গোবি মরুভূমি (Gobi Desert, Mongolia & China)
গোবি মরুভূমি শুধুই বালির নয়— এখানে আছে সমভূমি, পাহাড়, আর ডাইনোসরের জীবাশ্মে ভরা ভূমি। এক সময় এটি সিল্ক রুটের অংশ ছিল। এখানেই প্রথম ডাইনোসর ডিমের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। উলানবাটোর থেকে দক্ষিণমুখী গাইডেড ট্যুরে এখান যাওয়া যায়।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/white-desert-egypt-2025-10-30-16-55-42.jpg)
হোয়াইট ডেজার্ট (White Desert, Egypt)
এই মরুভূমির সাদা চকচকে পাথরগুলো বাতাসে ক্ষয়ে তৈরি হয়েছে, যেন চাঁদের পৃষ্ঠে হাঁটছেন। চাঁদের আলোয় এই পাথরগুলো রুপোলি আভা দেয়। যেন কোনও স্বপ্নের দৃশ্য। কায়রো থেকে পাঁচ ঘণ্টায় ফারাফরা ওয়েসিসে পৌঁছে স্থানীয় গাইড নিয়ে ঘোরা যায় হোয়াইট ডেজার্টে।
/indian-express-bangla/media/media_files/2025/10/30/7-thar-desert-india-and-pakistan-2025-10-30-16-57-42.jpg)
ভারত এবং পাকিস্তানের থর ডেজার্ট (Thar Desert, India & Pakistan)
রং, সংগীত ও সংস্কৃতিতে ভরা থর মরুভূমি প্রমাণ করে, বালুর দেশেও প্রাণ আছে। জয়সলমিরের সোনালি টিলা, উটের মেলা, লোকসংগীত আর রাজস্থানি আতিথেয়তা একে বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত মরুভূমিতে পরিণত করেছে। জয়সলমির রেল, সড়ক ও আকাশপথে ভারতের বড় শহরগুলির সঙ্গে যুক্ত। এই সাতটি মরুভূমি শুধু রুক্ষ্ম প্রকৃতিই নয়। এই মরুভূমিগুলো সৌন্দর্যেরও প্রতীক। যেখানে সূর্য, বালি আর আকাশ মিলে তৈরি করে এক অনন্ত কবিতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us