/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/dino-rabi.jpg)
দুই বাংলাতেই রবি ঠাকুরের নামে রাস্তা, সেতু, সরকারি ভবন থেকে শুরু করে কী নেই! কিন্তু কবিগুরুর নামে ডাইনোসর? এমন কথা শুনলে অবাক হতেই হয়। তবে বারাপাসরাস টেগোরি, ডাইনোসরের এই প্রজাতির নাম এসেছে রবীন্দ্রনাথের থেকে।
ডাইনোসরেরা এ পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল কয়েক লক্ষ বছর আগে। তাহলে রবি ঠাকুরের নামে এই প্রজাতির ডাইনোসরের নাম দেওয়া হল কেন? এখন ভারত বলতে যা বোঝায়, ১৮ মিটার লম্বা আর ৭ টন ওজনের এই প্রজাতির ডাইনোসর নাকি কোনও এক সময়ে ছিল এই অঞ্চলে। ১৯৬১ সালে ভারতের আদিলবাদ জেলা থেকে উদ্ধার করা হয় বারাপাসরাস টেগোরির কঙ্কাল। এটিই ছিল প্রথম পাওয়া ডাইনোসরের সম্পুর্ণ শরীরের কঙ্কাল।
Do you know #Rabindranath Tagore has a dinosaur named after him.
Barapasaurus #tagorei was a 18 metre long & 7 tonned #dinosaur which walked through #India once. It was the first complete mounted dinosaur skeleton discovered in 1960s in Adilabad district of #India.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 22, 2019
আরও পড়ুন, বাংলার চাল-চলন, পোশাকে আধুনিকতার ছোঁয়া এনেছিল ঠাকুর পরিবার
১৯৬১ সালে দেশ জুড়ে পালিত হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে ভারত থেকে উদ্ধার হওয়া প্রজাতির নাম রাখা হল বারাপাসরাস টেগোরি।
সম্প্রতি ভারতীয় ফরেস্ট সার্ভিসের এক আধিকারিক প্রবীণ কাসওয়ান এই তথ্য সবার সঙ্গে ভাগ করে নেন তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে।