Advertisment

আমুল কন্যাও বরণ করে নিল অভিনন্দনকে

আমূল সংস্থাও তাঁর প্রত্যাবর্তনকে এবং গোটা দেশবাসীর মনের ভাবকে স্মরণীয় করে রাখতে তাদের তৈরি কার্টুন প্রকাশ করে। যার ট্যাগ লাইন, 'আ ভি যাও হামারে পাস' (আমাদের কাছে ফিরেই এসো)।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার গোটা একটা দিনের অপেক্ষার পর দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন বর্তমান। গোটা দেশ তাঁকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। জাতীয় পতাকা নিয়ে ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানাতে আসেন বহু মানুষ। আজ এই ভীড়ে দাঁড়িয়েছে আমূল কন্যাও।

Advertisment

আরও পড়ুন: দেশে ফিরতে কেন দেরি হল অভিনন্দনের?

ঘড়িতে তখন রাত ৯.২০। ওয়াগা-আটারি সীমান্তের জিরো লাইনে পাক সেনার সঙ্গে এসে পৌঁছলেন অভিনন্দন। পরনে সাদা শার্ট, নীল ব্লেজার, আর ফর্মাল ট্রাউজারস। দেশের মাটিতে পা রাখা মাত্রই গোটা দেশ জুড়ে সকলে তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। আমূল সংস্থাও তাঁর প্রত্যাবর্তনকে এবং গোটা দেশবাসীর মনের ভাবকে স্মরণীয় করে রাখতে তাদের তৈরি কার্টুন প্রকাশ করে। যার ট্যাগ লাইন, 'আ ভি যাও হামারে পাস' (আমাদের কাছে ফিরেই এসো)। আমূল কন্যার হাতে বরণ ডালা, অভিনন্দনের কমান্ডিং অফিসার তাঁকে খাইয়ে দিচ্ছেন আমূল স্ন্যাক।

খুব চটজলদি সেই কার্টুন টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইরাল হতে শুরু করে।

প্রায় ৬০ ঘণ্টা পাক সেনার হাতে বন্দি ছিলেন অভিনন্দন বর্তমান। অন্যদিকে, অভিনন্দনের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অরুণ জেটলি-সহ আরও অনেকে।

Read the full story in English

Surgical Strike Pulwama Attack
Advertisment