Advertisment

Air Conditioner: AC নিয়ে সাংঘাতিক আশঙ্কা! সহজ কাজটি করেছেন তো? মুহূর্তের ভুলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে

AC Machine: গরমের হাত থেকে রেহাই পেতে এসি মেশিনের জুড়ি নেই। এয়ার কন্ডিশনার মেশিন এখন আর যেন বাহুল্যতা নেই। বরং দিন যত এগোচ্ছে এসি অনেকের কাছেই বেশ অপরিহার্য্য একটি বস্তু হয়ে উঠছে। তবে এবার এই সাধের এসি মেশিন নিয়েই ভয়ঙ্কর এক আশঙ্কা তৈরি হয়েছে। তা নিয়েই রইল বিশেষ এই প্রতিবেদন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
some tips to reduce AC Bills

AC Machine: এয়ার কন্ডিশনার মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানুন।

Air Conditioner: এবার সাধের এসি মেশিন নিয়ে মারাত্মক এক আশঙ্কা। এসি কিংবা এয়ার কন্ডিশনার মেশিন কেনার আগে ঘরে এই কাজটা করে নিতে ভুলবেন না। তা না হলে সামান্য টাকা বাঁচাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Advertisment

অনেক সময়ে বাড়িতে থাকা কোনও ইলেকট্রনিক্স সামগ্রী যেমন ফ্রিজ, এসি কিংবা অন্যান্য জিনিসে খালি পায়ে হাত দিলেই ইলেকট্রিক শক লাগে। ঘরে আর্থিং না থাকার কারণে এই বিপদ ঘটে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘরে আর্থিং ঠিকমতো না থাকলে বড় থেকে ছোট যে কোনও ধরনের ইলেকট্রনিক্স সামগ্রীতে হাত দিলে ইলেকট্রিক শক লাগার আশঙ্কা থাকে। ইলেকট্রনিক্স সামগ্রীতে কোনও ত্রুটি ধরা পড়লে এবং সেই সঙ্গে আর্থিং ঠিকঠাক না থাকলে ইলেকট্রিক শক লাগতে পারে।

তবে আর্থিং করা থাকলে বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ত্রুটি ধরা পড়লেও তাতে স্পর্ষ করলে ইলেকট্রিক শক লাগার আশঙ্কা বেশ কম। উল্লেখ্য, বৈদ্যুতিন যন্ত্রে ত্রুটি ধরা পড়লে এবং সেই ঘরে আর্থিং না থাকলে বিরাট বিপদ ঘটতে পারে। ত্রুটিযুক্ত ইলেক্ট্রনিক্স সামগ্রীতে হাত দিলে প্রাণহানি পর্যন্ত ঘটার আশঙ্কা থাকে।

আরও পড়ুন- Air Conditioners: AC নিয়ে এখনই সতর্ক হোন! বিধ্বংসী বিপদ এড়াতে এই কাজটি আজই করুন

তাই যাঁরা এয়ার কন্ডিশনার মেশিন কিনছেন বা কিনবেন ভাবছেন তাঁরা আগে থেকে নিজেদের বাড়িতে আর্থিং ঠিকঠাক করে নিন। তা না হলে বিপদের শেষ থাকবে না।

আরও পড়ুন- How to reduce AC Bill: রাতে ৮, দুপুরে ৫ ঘণ্টা AC চালান, এই কাজটি করলেই অবিশ্বাস্যভাবে কমবে বিদ্যুৎ বিল

lifestyle Air Conditioner Ac Machine air conditioner machine
Advertisment