Advertisment

বাতাসে বিষ! মানসিক চাপ, মুড সুইংয়ের কারণও দূষণ? চমকে যাওয়ার মত তথ্য প্রকাশ্যে  

গবেষণায় দেখা গেছে যে বায়ু দূষণের কারণে মেজাজ খারাপ হয়।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
"Depression,Health,pollution, Air Pollution, Air Pollution And Health, Health Tips, Stress, anxiety, depression,स्ट्रेस, एंग्जाइटी, डिप्रेशन, एयर पॉल्यूशन, एयर पॉल्यूशन एंड मेंटल हेल्थ, हेल्थ, हेल्थ टिप्स"

বাতাসে বিষ! মানসিক চাপ, মুড সুইংয়ের কারণও দূষণ? চমকে যাওয়ার মত তথ্য প্রকাশ্যে

দূষণ গ্রাসে রাজধানী দিল্লি। পিছিয়ে নেই কলকাতাও। বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসাবে ইতিমধ্যেই উঠে এসেছে কলকাতার নাম। আর এর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে দূষণ কমানোর একগুচ্ছ প্রয়াস। পুরসভার তরফে স্প্রিঙ্কলার চালানো, গাছে জল দেওয়া, রাস্তাঘাটে ধুলো নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ শুরু করা হবে বলেই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে জানেন কি এই দূষণ কীভাবে প্রভাব ফেলতে পারে আপনার স্বাস্থ্যে? চিকিৎসকরা যা জানাচ্ছেন তা শুনলে রীতিমত বুক কেঁপে উঠবে। বায়ু দূষণ মানসিক স্বাস্থ্যকেও খারাপভাবে প্রভাবিত করছে, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা সৃষ্টি করতে পারে এই দূষণ। এমনটাই জানিয়েছেন চিকিৎসক মহল।

Advertisment

রাজধানী দিল্লি-এনসিআরে বায়ু দূষণের মাত্রা এখন ভয়ঙ্কর। বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। যা স্বাস্থ্যের ওপর খারাপভাবে প্রভাব ফেলছে। এ কারণে  মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। বায়ু দূষণ ফুসফুসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দূষণের কারণে বাড়তে পারে ডায়াবেটিসও।  জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর পার্শ্বপ্রতিক্রিয়া শুধু এতেই সীমাবদ্ধ নয়। দূষিত বাতাসে দীর্ঘক্ষণ থাকার কারণে মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে বাড়ছে স্ট্রেস, হতাশা, উদ্বেগ সহ বিরক্তিও।

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের পার্শ্বপ্রতিক্রিয়া জানতে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে এটি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুষণের কারণে কারণে বিষণ্ণতা, ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়তে পারে।

দূষণ মানসিক চাপ-দুশ্চিন্তা বাড়াতে পারে

গবেষণায় দেখা গেছে যে দূষিত বাতাসে কারণে মানসিক চাপ এবং উদ্বেগের সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। গবেষকরা বলছেন দূষিত বাতাস স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়ায় যা মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে৷

মেজাজ পরিবর্তন এবং বিষণ্নতার ঝুঁকি

গবেষণায় দেখা গেছে যে বায়ু দূষণের কারণে মেজাজ খারাপ হয়। এ কারণে বিষণ্ণতার সমস্যাও বহুগুণ বেড়ে যেতে পারে। যার কারণে মস্তিষ্কের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, দূষণের মাইক্রোস্কোপিক কণা অর্থাৎ পিএম ২.৫-এর সংস্পর্শে নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।

air pollution
Advertisment