Ajker Rashifal Bengali, 26 October 2025: কে পাবেন সাফল্য, ব্যর্থ হবেন কে, দেখুন রাশিফল!

Today Sunday Horoscope, 26 October, 2025: মেষ থেকে মীন—জেনে নিন আজ কার জীবনে মিলবে ভাগ্যের চাকা ঘোরানোর সুযোগ, কে পাবেন কর্মজীবনে সাফল্য! বিস্তারিত জানুন।

Today Sunday Horoscope, 26 October, 2025: মেষ থেকে মীন—জেনে নিন আজ কার জীবনে মিলবে ভাগ্যের চাকা ঘোরানোর সুযোগ, কে পাবেন কর্মজীবনে সাফল্য! বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
today sunday horoscope

Today Sunday horoscope: রবিবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 26 October 2025: আজ ২৬ অক্টোবর ২০২৫, রবিবার। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চন্দ্র আজ সকাল ৯টা ১১ মিনিট থেকে ধনু রাশিতে প্রবেশ করবে, যা অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

বিদেশ সংক্রান্ত কাজে আজ শুভ অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের জন্যও দিনটি লাভজনক। আপনার শুভ সংখ্যা ৯৯। 

আরও পড়ুন- কবে জগদ্ধাত্রী পুজো? কীভাবে শুরু হল এই পুজো?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

যে কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। গৃহস্থালি কাজের জন্য অর্থব্যয় হতে পারে। পুরোনো পাওনা ফেরত আসার সম্ভাবনা। শুভ সংখ্যা ৪৫।

Advertisment

আরও পড়ুন- ছট পুজোয় দেবতাকে কী ভোগ দেওয়া হয়, কীভাবে তা তৈরি হয়?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

দাম্পত্য জীবনে আনন্দ ও শান্তি বৃদ্ধি পাবে। অংশীদারদের সহায়তায় নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যা ৩৯। 

আরও পড়ুন- কবে জগদ্ধাত্রী পুজো? কীভাবে শুরু হল এই পুজো?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। নতুন চাকরির সম্ভাবনা আসতে পারে। শুভ সংখ্যা ২৭। 

আরও পড়ুন- সাবধান! কথার জালে ভোলানো, এই রাশির জাতক-জাতিকাদের কাছে বাঁ হাতের খেল

সিংহ/ Leo রাশিফল Rashifal 

প্রেম ও সৃজনশীল কাজে সাফল্য পাবেন। সন্তানের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনায় শুভ সময়। শিল্পী ও লেখকদের জন্য লাভজনক দিন। শুভ সংখ্যা ৫৫। 

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

পরিবারে মিলন ও আনন্দের পরিবেশ থাকবে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। গৃহস্থালি কাজে আজ অগ্রগতি। শুভ সংখ্যা ২।  

তুলা/ Libra রাশিফল Rashifal

বিদেশি সংযোগ বা ট্রেডিংয়ে সাফল্য আসবে। তথ্য বিভ্রান্তির কারণে ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকুন। শুভ সংখ্যা ১২।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বকেয়া অর্থ আদায়ে সাফল্য মিলবে। আত্মীয়ের সাহায্যে ব্যবসায় লাভ আসবে। খুচরা ব্যবসায়ীদের জন্য আজ শুভ দিন। শুভ সংখ্যা ৯২। 

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সাফল্য আসবে। পুরোনো সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে শান্তি থাকবে। শুভ সংখ্যা ২১। 

মকর/ Capricorn রাশিফল Rashifal

বিদেশ ভ্রমণ বা ব্যবসায়িক যাত্রার সুযোগ আসবে। প্রবাসীদের সঙ্গে যোগাযোগে লাভ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা ৪৯

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। চাকরিজীবীদের জন্য বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক উন্নতি হবে। শুভ সংখ্যা ৪৯। 

মীন/ Pisces রাশিফল Rashifal

পদস্ত ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সরকারি চাকরির সুযোগ মিলতে পারে। পারিবারিক পরামর্শে আর্থিক উন্নতি। শুভ সংখ্যা ৪। 

আজ জন্ম হলে আপনি

আপনার রাশি বৃশ্চিক (Scorpio)। প্রভাবকারী গ্রহ হল মঙ্গল ও শনি। আজকের শুভ সংখ্যা ৮, ১৭, ২৬। শুভ রত্ন রক্তপ্রবাল ও নীলা। শুভ রং লাল ও নীলা। শুভ সময় সকাল ৭টা ০৬–৯টা ১৭, দুপুর ১২টা ১৩–৩টা ০৮, রাত ৭টা ৫৬–৯টা ৪০। এদিন চন্দ্র বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। আজকের রাশিফল আপনাকে জীবনের পথে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেবে। শুভ সময়কে কাজে লাগান, এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন।

Ajker Rashifal bengali